পাথরকুচি পাতা কেন খাবেন? পাথরকুচি পাতার উপকারিতা!Why do you eat crushed leaves? Benefits of Patharkuchi leaves!

যেসব রোগের মহৌষধ পাথরকুচি!



ছোটবেলা থেকে দেখে আসছি, কারর পেটে ব্যথা হলে, বা আমাশয় হলে পাথরকুচির পাতা বেটে পেস্ট করে খাওয়ানো হতো ।এটি খেতে অনেকটা বিরক্তিকর হলেও, এর রয়েছে হাজারো ঔষধি গুনাগুন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই পাথরকুচি পাতা সম্পর্কে। এটি শুধু পেটে ব্যথা বা আমাশয় রোগের জন্য নয়,অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে এই পাথরকুচি পাতা।

তো আসুন জেনে নিই পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন সম্পর্কে !

পেট ফাঁপা ,

অনেকেরই দেখা যায় উল্টোপাল্টা খাবার কারণে ,অথবা শারীরিক সমস্যার জন্য পেট ফুলে উঠছে। শক্ত, দম আটকে আসার মত পেটের অবস্থা। তো সে ক্ষেত্রে একটু চিনির সাথে দুই চা-চামচ পাথরকুচি পাতার রস একটু গরম পানির সাথে মিশিয়ে পান করলে  উপকার পাওয়া যাবে। 

কিডনির পাথর

 কিডনির পাথর অপসারণের বিশেষ ভূমিকা রাখে এই পাথরকুচি পাতা, এবং এটি কন্টিনিউ খাইলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকেনা। তো যাদের এই সমস্যাটি আছে তারা নিয়মিত পাথরকুচির রস খেতে পারেন, এতে আপনার কিডনির সমস্যা সমাধান সহ আরো অনেক উপকার পাওয়া যাবে।

মৃগী রোগীদের জন্য মহৌষধ হিসেবে এটি কাজ করে ।যাদের এই রোগটি আছে তাদের বাড়িতে অবশ্যই পাথরকুচি গাছ লাগানো উচিত। কারণ যখন এই রোগটি শরীরে প্রভাব ফেলে, তখনই এক ফোঁটা পাথরকুচি পাতার রস গালে দিলে, তৎক্ষনাত তার এই রোগের উপশম হবে। অনেকে আছে বিভিন্ন পথ অবলম্বন করে ,এই রোগটির প্রভাব চলাকালীন সময়ে ।কিন্তু না জানা সত্তে কিছু করলে রোগীর উপকারের থেকে ক্ষতি বেশি হতে পারে। তো সে ক্ষেত্রে আমি সাজেশন দিব, মৃগী রোগীদের বাসায় অবশ্যই পাথরকুচি গাছ লাগানো উচিত । যাতে করে রোগ হওয়া কালীন সময়ে এটি ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন https://www.sbdfoodtips.xyz/2022/06/advantages-and-disadvantages-of-spinach.html

পাইলস পাথরকুচি পাতার রসের সঙ্গে অল্প কিছু পরিমাণ গোলমরিচ মিশিয়ে নিয়মিত কয়েকদিন পান করলে পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমার জানামতে পাইলস রোগের ওষুধ পাথরকুচি পাতার থেকে ভালো এবং স্বল্প দামে আর কিছু নাই। খুব সহজেই এটি আপনি আপনার বাসার ছাদে অথবা ফুলের টবে চাষ করে ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন।



ত্বকের যত্নে পাথরকুচির মত উপকারী উদ্ভিদ খুবই কমই আছে ।পাথরকুচির পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যেটি শরীরের ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

জন্ডিস নিরাময় আজকাল অনেকেরই দেখা যায় জন্ডিস । পৃথিবীতে এটি একটি অত্যন্ত মারাত্মক এবং ঘাতক একটি রোগ। তো জন্ডিস রোগীদের জন্য একটাই সমাধান পাথরকুচির পাতা। লিভারের যেকোনো সমস্যা রক্ষা করতে তাজা পাথরকুচির পাতা রস করে পান করতে হবে। তাহলে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

শরীরে জ্বালাপোড়া যাদের শরীরে অত্যধিক পরিমাণে জ্বালাপোড়া করে তারা দু'চামচ পাথরকুচি পাতার রস এবং আধা কাপ গরম পানিতে মিশিয়ে, দুইবেলা পান করলে তাদের এই জ্বালা পোড়ার উপশম হবে ।এবং সেইসাথে এটি শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মূত্রথলির বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় এই পাথরকুচি পাতা।

তো বন্ধুরা আজকের এই পোস্টটি এ  পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন এই পাথরকুচি পাতার উপকারিতা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement