কিভাবে বুঝবেন আপনার হাতের ফোনটি হ্যাক হয়েছে কি না? Update News

মোবাইল ফোন হ্যাক হয়েছে কিনা বোঝার সহজ উপায় জেনে নিন
https://www.sbdfoodtips.xyz/2023/03/Signs-of-Android-phone-being-hacked.html

বর্তমান সময়ে মোবাইল ফোন হ্যাকিং অনেক বড় একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা মানুষের পার্সোনাল প্রয়োজনীয় সব তথ্যই এখন আমরা সংরক্ষণ করে রাখছি  আমাদের মোবাইল ফোনে। আর এই অবস্থায় মোবাইল ফোন হ্যাক হলে আমাদের পার্সোনাল তথ্যগুলো তো হারাবেই, সেইসাথে এটি চলে যাবে অন্য কারোর হাতে। সুতরাং ফোন হ্যাকিং কি? এবং কিভাবে বুঝবেন আপনার হাতের ফোনটি হ্যাক করা হয়েছে? তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। 

অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হবার লক্ষণ

ফোন হ্যাকিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ফোনের সব সংরক্ষিত পার্সোনাল ডাটা  সহ সবকিছুর নিয়ন্ত্রণ চলে যাবে আরেক জনের হাতে। আপনার মোবাইল হ্যাক হলে বোঝার আগেই আপনার ফোনের ক্যামেরা সিস্টেম চালু হয়ে তার ভিডিও চলে যাবে হ্যাকারের কাছে। আর এই কাজটি হ্যাকাররা সাধারণত করে থাকে মোবাইল ফোনের ডাটা সিস্টেমের মাধ্যমে। আপনি ফোনে কিছু না করলেও যদি হঠাৎ আপনার ফোনে মাত্র অতিরিক্ত ডাটা ব্যবহার করে অথবা ফোন অটোমেটিক্যালি কোন অ্যাপস কাজ করে অথবা কাজ করা বন্ধ করে দেয়। ফোনে কোন কাজ না করলেও যদি আপনা আপনি গরম হয়ে যায় অথবা ফোনের ব্যাটারি পার্সেন্টেজ খুবই দ্রুত কমতে থাকে। তাহলে বুঝে নিবেন আপনার ফোনটি হ্যাক হতে পারে। এছাড়াও ফোনে ক্রমাগত  পপআপ  বিজ্ঞাপন আসা, অপরিচিত নম্বর থেকে কল আসা,  অথবা অচেনা অ্যাপস ইনস্টল হতে শুরু করলে তাহলে বুঝে নিবেন নিশ্চিত আপনার হাতের ফোনটি হ্যাক হতে চলেছে। 

কিভাবে মোবাইল হ্যাক করা হয় 

অনিরাপদ পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার ফোনটি হ্যাক হতে পারে। হ্যাকাররা প্রায়ই পাবলিক ওয়াইফাই এর মাধ্যমে ব্যাংক একাউন্টের মত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো লক্ষ্য রেখে থাকেন। সুতরাং আপনার ফোনের স্বয়ংসম্পূর্ণ অপশনটি বন্ধ করুন। এটি করার মাধ্যমে আপনার মোবাইলের সম্পূর্ণ ব্যক্তিগত ডাটা এক্সেসটি আটকাতে পারবেন হ্যাকারদের হাত থেকে। এছাড়াও হ্যাকাররা অনেক সময় বিভিন্ন লোভ লালসা দিয়ে ফোনের কিছু কোড জানতে চায় অথবা ডায়াল করতে বলে। এসব থেকে সর্বদা এড়িয়ে চলুন। যেসব অ্যাপস আপনার একান্তই পার্সোনাল সেসব অ্যাপসে সিকিউরিটি দিয়ে রাখুন। যাতে ফোনটি অন্য কারো হাতে গেলে অ্যাপসগুলো ওপেন করতে না পারে। অনেক সময় দেখা যায় পরিচিত বন্ধু বান্ধবদের দ্বারাও ফোন হ্যাক হয়ে থাকে। সুতরাং কোন পরিচিত বন্ধুবান্ধব আপনার ফোনের কোন কোড অথবা সিকিউরিটি পাসওয়ার্ড জানতে চাইলে অবশ্যই দিবেন না।এছাড়াও নেটে বিভিন্ন ফিশিং সাইট আছে যেগুলো হ্যাকিং অথবা ক্রাইম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এসব সাইডে কখনো ভিজিট করবেন না। অপরিচিত কোন লিংকে ক্লিক  করলেও হতে পারে আপনার মোবাইলটি হ্যাক।

https://www.sbdfoodtips.xyz/2023/03/Signs-of-Android-phone-being-hacked.html


(১) ফোন হ্যাক করার সফটওয়্যার

কিছু কিছু অ্যাপস আছে যেগুলো সাধারণত ফিশিং সাইট অথবা হ্যাকিং করার জন্য লঞ্চ করা হয়। এই অ্যাপসগুলো আপনি ফেসবুকে, মেসেঞ্জারে,  হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্নসোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। এই ধরনের অ্যাপস গুলো বিভিন্ন মনোমুগ্ধকর বিজ্ঞাপন এর মাধ্যমে প্রচার করা হয়। যার শুধু ভালো দিকগুলোই তুলে ধরা হয় ভিউয়ারের সামনে। কিন্তু যার পিছনে থেকে যায় ফোন হ্যাক করা মত ফাঁদ। সুতরাং প্রয়োজন ছাড়া কোন সফটওয়্যার ফোনে ইন্সটল করা উচিত নয়। এই ধরনের অ্যাপস একবার ফোনে ইন্সটল করলেই ফোনের এক্সেস আপনার নিয়ন্ত্রণের থেকে বেরিয়ে যাবে। এবং আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে আপনার ফোনের সব ডাটা গুলো চুরি হয়ে যাচ্ছে অন্য কারোর হাতে। সুতরাং অপরিচিত যে সব অ্যাপস আপনার ফোনে আছে এখনই তা সরিয়ে ফেলুন এবং আপনার ফোনটিকে নিয়মিত আপডেট করান। 

Read more  আপনার মোবাইলের ছবি অথবা ডকুমেন্ট সারা জীবনের জন্য সংরক্ষণ করতে যা করবেন https://www.sbdfoodtips.xyz/2022/11/Use-of-Google-Drive-Update-News-2022.html

(২) নাম্বার দিয়ে ফোন হ্যাক

অনেক সময় হ্যাকাররা আপনার মোবাইলে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে আপনার কাছ থেকে কিছু প্রয়োজনীয় ইনফরমেশন চাইতে পারে। অথবা কোন অপশনে ক্লিক করতে বলা বা কোন ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চাওয়া সহ বিভিন্নধরনের লোভনীয় অফার দেওয়ার কথা বলে আপনাকে দিয়ে ফোনের এক্সেসটি নিয়ে নিতে পারে। এই ধরনের প্রতারক হ্যাকারদের হাত থেকে নিজেকে দূরে রাখুন। কখনো নিজের কোন পাসওয়ার্ড অথবা এক্সেস অন্য কারোর সাথে শেয়ার করবেন না। 

(৩) মোবাইল হ্যাক থেকে বাঁচার উপায়

মোবাইল ফোনকে কখনো অযত্নে ফেলে রাখা উচিত নয়। সবসময় মোবাইলটি নিজের সাথে রাখাটাই উচিত।  নিয়মিত ফোনের ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফোনকে নিয়মিত আপডেট করান। বিভিন্ন অচেনা ওয়েবসাইট ক্রল করা থেকে বিরত থাকুন। অনেক সময় হ্যাকাররা মেসেঞ্জারে অথবা বিভিন্ন লিংক দিয়ে থাকে ভিজিট করার জন্য। যেকোনো অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। কেননা বেশিরভাগ মোবাইল গুলো হ্যাক করা হয়ে থাকে অচেনা লিংকে ক্লিক করার মাধ্যমে। আপনার মোবাইল ফোনের ব্লুটুথ নিরাপত্তা পরিচালনা নিশ্চিত করুন। অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। আপনার পিন এবং ক্রেডিট কার্ড ডাটা সর্বদাই সুরক্ষিত রাখুন। এগুলো সুরক্ষিত করার জন্য একটি সুরক্ষিত apps ব্যবহার করতে পারেন। 

Disclaimer

আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোবাইল হ্যাক কি? এবং কিভাবে হ্যাকাররা মোবাইল ফোন হ্যাক করে থাকে? এবং মোবাইল ফোন হ্যাক থেকে বাঁচার উপায় সম্পর্কে। এছাড়াও যদি আপনাদের অন্য কোন তথ্যের প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ কষ্ট করে প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement