শিমুল গাছের উপকারিতা ও ঔষধি গুন Health Tips

শিমুলের মূল কেন খাবেন? জেনে নিন এর ঔষধি গুনাগুন!
https://www.sbdfoodtips.xyz/2023/03/Benefits-and-Medicinal-Properties-of-Shimul-Tree.html

 শিমুল গাছকে কে না চেনে ? গ্রামগঞ্জে যেখানে সেখানেই হয়ে থাকে এই গাছ। শিমুল গাছকে আমরা অনেকেই অহেতুক গাছ মনে করি। যদিও এই গাছ থেকে তুলা হয়ে থাকে, তবুও আমরা অনেকেই আছি শিমুল গাছের গুণাবলী সম্পর্কে জানি না। এই গাছ দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এটি মূলত একটি ঔষধি গাছ। যা  আমাদের অনেক উপকারে আসে। আমাদের আজকের প্রতিবেদনে আলোচনা করব শিমুল গাছ এর উপকারিতা ও ঔষধি গুন সম্পর্কে। সুতরাং আশা করব প্রতিবেদনটি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়বেন।

শিমুল গাছের পরিচিতি

সাধারণত গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় শিমুল গাছ।শিমুল গাছ বা শিমুলের ফুল চেনে না এমন লোক খুবই কমই পাওয়া যায়। শিমুল গাছের ইংরেজি নাম হল (Silk Cotton)সিল্ক কটন। এটি উচ্চতায় ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছের সবথেকে বড় বিশেষত্ব হল এর গায়ে ছোট ছোট কাটাযুক্ত। শিমুল গাছের ফুল খুবই প্রসিদ্ধ আমাদের দেশে। এবং এই গাছে হওয়া তুলার অনেক চাহিদা রয়েছে বাজারে।

কাচা শিমুল মূল খাওয়ার উপকারিতা ও নিয়ম

(১) শিমুল গাছের উপকারিতা ও ঔষধি গুণ

প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে এই গাছের মূল দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয়ে থাকে। তবে এই গাছের কাঁটা ছাল এবং ফুলও বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই গাছের মূল শিকড়

(২) শরীরে ক্ষত অথবা ফোড়া হলে শিমুলের ব্যবহার

শরীরে কোন ক্ষত অথবা ফোড়া হলে, শিমুল গাছের ছাল ধুয়ে বেটে মিহি করে ফোড়ার  বা ক্ষতের উপর প্রলেপ দিয়ে রাখলে দ্রুত উপকার পাওয়া যায়। তবে বেশি পুরাতন ক্ষত অথবা ফোড়া হলে শিমুল গাছের ছালের সাথে হালকা পরিমাণে চুন মিশিয়ে বেটে লাগালে বেশি উপকার পাওয়া যাবে। 

আরো পড়ুন শুক্রাণু বাড়াতে রসুনের কার্যকারিতা-Health Tips  https://www.sbdfoodtips.xyz/2022/11/Effectiveness-of-garlic-to-increase-sperm-Health-Tips.html

(৩) বীর্য মূলের উপকারিতা / যৌবন কালে শুক্রাল্বতায় শিমুল গাছের উপকারিতা

যে সব পুরুষের শারিরিক দূর্বলতা থাকে, অথবা শুক্রাল্বতার কারনে সন্তান জন্ম দেবার ক্ষমতা থাকেনা। তাদের জন্য শিমুল গাছের মূল শিকড় একটি মহামূল্যবান ওষুধ হিসেবে কাজ করে। চারা শিমুল গাছের মূল শিকড় তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেটে ৭ থেকে ১০ গ্রাম নিয়ে, তার সাথে একটু চিনি মিশিয়ে দুবেলা সেবন করলে শুক্রাণু স্বল্পতা দূর হয়ে যাবে অল্প দিনের ভিতরে। এটিকে আয়ুর্বেদিক ওষুধ বলা চলে। তবে এই ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যে কোন বয়সেই মানুষ এটি নিঃসন্দেহে খেতে পারে।

শিমুল মূলের পাউডার খাওয়ার নিয়ম

https://www.sbdfoodtips.xyz/2023/03/Benefits-and-Medicinal-Properties-of-Shimul-Tree.html


(৪) পৌঢ় অবস্থায় শুক্রাণু স্বল্পতায় শিমুল গাছ 

পৌঢ় অবস্থায় যদি শুক্রাণু স্বল্পতা দেখা দেয়, সেক্ষেত্রে চারা শিমুল গাছের নরম মূল চাকা চাকা করে কেটে সুন্দর করে রোদে শুকিয়ে নিন। এরপর ভালোভাবে চূর্ন করে ছেঁকে নিন। তারপর শিমুলের গুড়া গুলো একটি শিশিতে ভরে রাখুন এবং এটি নিয়মিত দেড় থেকে দুই গ্রাম মাত্রায় এক কাপ দুধের সাথে সেবন করুন। এতে দারুন উপকার পাবেন।

(৫) প্রদর এর সমস্যায় শিমুল

যারা  প্রদরের সমস্যায় ভুগছেন, তারা শিমুলের কচি মূল ধুয়ে পরিষ্কার করে গাওয়া ঘি দিয়ে ভেজে নিতে পারেন। এবং এটি নামাবার সময় সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে নিন। ভাজা এই শিমুলের মূল গড়ে দেড় গ্রাম মাত্রায় নিয়ে দুই বেলা আহার করুন। একটি প্রদরের সমস্যায় ভালো কাজ দেয়।

(৬) পোড়া ঘাতে শিমুলের  উপকারিতা 

শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে এবং ক্ষত হয়ে গেলে শিমুলের তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অর্থাৎ মোচরস দিয়ে ভিজিয়ে পোড়া স্থানে আলতো ভাবে লাগিয়ে দিন। এভাবে কয়েকদিন লাগানোর ফলে পোড়া ঘা সহজেই সেরে যাবে।

(৭)রক্ত আমাশয় নিরাময়ে শিমুলের কার্যকারিতা

রক্ত আমাশয় একটি ভয়ানক অসুখ। যার কারণে প্রতিবছরই অনেক মানুষের প্রাণ হারায়। রক্ত আমাশয় প্রতিরোধে শিমুলের ছাল খুব ভালো কাজ দেয়। শিমুলের ছাল চূর্ন করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে দুইবেলা খাওয়ার ফলে রক্ত আমাশয় নিরাময় করা সম্ভব।

Disclaimer

উপরের বর্ণিত উপকারিতা ছাড়া শিমুলের মূলে আরো নানা ধরনের ঔষধি গুনাগুন রয়েছে। আশা করি শিমুল গাছের উপকারিতা সম্পর্কে একটু হলেও জানতে পেরেছেন। তারপরও যদি কোন প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।



Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement