ত্বকের যত্নে নারকেল তেল দিয়ে ক্রিম তৈরির নিয়ম, নারকেল তেলের উপকারিতা সম্পর্কে যানুন!
নারকেলের তেল ত্বকের যত্নে খুবই উপকরী। তবে শুধু ত্বকের যত্নে নয়, নারকেল তেল চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীত পড়া শুরু করতেই স্ক্রিনে দেখা দেয় নানা ধরনের সমস্যা। বাজার থেকে বিভিন্ন ক্রিম কিনে ব্যবহার করে কিছুটা সমস্যা সমাধান করতে পারলেও থেকে যায় নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। তাই আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের যানাবো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হীন বাড়িতেই তৈরী করা নারকেল তেল দিয়ে অসাধারণ নাইট ক্রিম সম্পর্কে। যা ব্যবহার করার ফলে আপনার ত্বক হবে সুন্দর তুলতুলে মসৃণ এবং ফর্সা। তাই আর দেরি না করে চলুন দেখে নিই নারকেল তেলের ক্রিম তৈরির নিয়ম গুলি।
ত্বকের যত্নে নারকেল তেল দিয়ে নাইট ক্রিম তৈরির নিয়ম!নারকেল তেল দিয়ে চুলের যত্ন,নারকেল তেলের উপকারিতা
বেশ কয়েকটা পদ্ধতিতে নারকেল তেল দিয়ে নাইট ক্রিম তৈরি করা যায়। তবে এর সাথে আরও কিছু উপাদান যোগ করতে হয়। আমি এক এক করে এসব পদ্ধতি গুলো আলোচনা করছি।
চুলে নারকেল তেলের উপকারিতা
নারকেলের তেলের সাথে এলোভেরা জেল মিশিয়ে তৈরি তৈরি করতে পারেন নাইট ক্রিম। তার জন্য প্রথমে পরিষ্কার নারকেলের তেল নিতে হবে। এরপর এর ভিতর এলোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে পেস্ট এর মত তৈরি করে নিতে হবে। মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় খুব ভালো করে সারা মুখে, গলায়, পিঠে, লাগিয়ে নিতে হবে। নিয়মিত এটি করার ফলে আপনার ত্বক আরো ফর্সা এবং লাবণ্যময় হবে।
এছাড়া নারকেল তেলের সাথে পরিমাণ মতো ফ্লাক্স সিড জেল অথবা তিসির বীজের জেল মিশিয়ে ক্রিম তৈরি করতে পারেন। এই ক্রিমটি ও আপনি মুখে, ঘাড়ে, পিঠে, হাতে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের জন্য খুবই ভালো। বিশেষ করে যাদের ত্বকে অকাল বার্ধক্য চলে এসেছে তারা এই ক্রিমটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার ফলে ত্বকের অনেক উপকার পাবেন।
নারকেল তেল ও লেবুর রস
নারকেল তেলের সাথে পরিমাণ মতো পাতি লেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন। নাইট ক্রিম এর জন্য পরিমাণ মতো নারকেলের তেল এর ভিতর পাতি লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটি ফ্রিজে রেখে দিতে হবে। এটি ফ্রিজে না রাখতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটিও ত্বকের জন্য অনেক উপকারী একটি ক্রিম। এটি ব্যবহারে ত্বকে উজ্জ্বলতার বৃদ্ধি পায় এবং ত্বক হয়ে ওঠে কোমল, এবং লাবণ্যময়।
আরো পড়ুন সজনে পাতার যাদুকরী উপকারীতা https://www.sbdfoodtips.xyz/2022/10/magical-benefits-of-sajne-leaves.html
নারিকেল তেলের ব্যবহার
ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে শুধু নারকেলের তেল ও ব্যবহার করতে পারেন। এর জন্য প্রতিদিন স্নানের আগে ভালো করে হালকা গরম করে নারকেলের তেল লাগিয়ে নিতে পারেন। তারপর স্নান করে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়মিত কয়েকদিন করার পর দেখবেন আপনার ত্বক আরো সুন্দর, পরিষ্কার, ঝকঝকে হয়ে উঠেছে।
এই ছিল আমাদের ত্বকের যত্নে নারকেল তেলের ক্রিম তৈরির নিয়ম। আশা করি নারকেলের তেলের ব্যবহার সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। লেখাটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

