মঙ্গলে সদ্য আছড়ে পড়া উল্কার আঘাতে কেঁপে উঠেছে গ্রহটি -আপডেট নিউজ

মঙ্গল গ্রহ সম্পর্কে জেনে নাও, মঙ্গল গ্রহের রহস্য!

 

https://www.sbdfoodtips.xyz/2022/10/blog-post_30.html

 মঙ্গল গ্রহ পর্যবেক্ষণের ইতিহাস

সদ্য ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে মঙ্গল গ্রহে। মহাকাশ বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে রীতিমতো বিস্মিত। কেননা মাত্র কয়েকদিন আগেই মঙ্গল গ্রহে আছলে পড়েছে বিরাট এক উল্কা পিণ্ড। যার আঘাতে কেঁপে উঠেছে পুরো গ্রহটি। এই উল্কাপিণ্ড পরীক্ষা করার জন্য দলে দলে অংশগ্রহণ করেছে নাসার বিভিন্ন রকম মহাকাশযান। আর তারা সেখানে একটি সাউন্ড রেকর্ড করেছেন, যেটি বেশ ভয়ঙ্কর। এই সাউন্ড রেকর্ড করেছেন নাসার ইনসাইড ল্যান্ডার এবং তার ছবি রেকর্ড করেছে নাসার এম, আর, ও নামে একটি অরবিটার। আমাদের আজকের প্রতিবেদনে আমরা মঙ্গলের বুকে আছড়ে পড়া উল্কাপিন্ডের সেই ভয়ঙ্কর সাউন্ডটি আপনাদের শোনাতে যাচ্ছি।

মঙ্গলে উল্কার আঘাত শনাক্ত করেছে নাসা

ভয়ঙ্কর এই উল্কাপিণ্ডটি আছড়ে পড়েছে মঙ্গল গ্রহের আমাজনিয়া প্লানেশিয়া নামকএকটি জায়গায়। যেখানে বিশাল শদ্বের সাথে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই গর্তের একটি ভিডিও ফুটেজের সাথে সেই ভয়ঙ্কর শব্দটিও শোনাবো।

(১) মঙ্গল গ্রহে অছড়ে পড়া উলকা পিন্ডের ছবি

মঙ্গল গ্রহে আছড়ে পড়া এই উল্কাপিণ্ড ঘটনাটিকে মিটিওর অ্যাটাক বলে অভিহিত করেছে মহাকাশ বিজ্ঞানীরা। আর এটির কারণে বিরাট শব্দ হয়েছে মঙ্গলের বুকে। চলুন তবে দেখে নেয়া যাক সেই মঙ্গল গ্রহের ভয়ঙ্কর আছড়ে পড়া উল্কাপিন্ডের গর্তের ছবিটি এবং তারপরেই আমরা সেই ভয়ঙ্কর শব্দটি আপনাদের শোনাবো।

 
 
https://www.sbdfoodtips.xyz/2022/10/blog-post_30.html



বন্ধুরা দেখে নিলেন ছবিতে চিহ্নিত স্থানটি মঙ্গল গ্রহের সেই আছড়ে পড়া উল্কাপিন্ডের গর্তের ছবিটি। এই জায়গাটি কে বলা হয় আমাজনিয়া প্লানেশিয়া এবং এখানে উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার কারনে সারা মঙ্গল গ্রহ কেঁপে উঠেছিল ভয়ঙ্কর শব্দের সাথে। এবার চলুন তবে শুনে নেয়া যাক মঙ্গল গ্রহের সেই ভয়ঙ্কর শব্দটি।
 
আরো পড়ুন লো প্রেসারে দ্রুত যা করণীয় https://www.sbdfoodtips.xyz/2022/10/what-to-do-quickly-at-low-pressure.html 
 

(২) সদ্য আছড়ে পড়া উল্কার আঘাতে মঙ্গল গ্রহের সেই ভয়ঙ্কর শব্দটি 




Disclaimer

বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এটি একটি তথ্যমূলক পোস্ট। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ ধরে প্রতিবেদন টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement