কানে কম শোনার লক্ষণগুলো জানুন- Health Tips

হঠাৎ এক কানে কম শোনা, শিশুদের কানে কম শোনা,কানে কম শুনলে কি করনীয়!

 
https://www.sbdfoodtips.xyz/2022/10/health-tips.html

 মানুষের বয়স বাড়ার সাথে সাথে শ্রবণশক্তিও কমতে শুরু করে। তবে হঠাৎ করেই কিন্তু শ্রবণশক্তি কমে যায় না। সময়ের ব্যবধানে ধীরে ধীরে তা কমতে থাকে। যে কারণে অনেকেই আছে যারা শ্রবণশক্তি হারানোর লক্ষণ অনুভব করতে পারে না । এক্ষেত্রে মানুষের কিছু সুক্ষ সুক্ষ লক্ষণ দেখা দেয়। এবং এই লক্ষণগুলো বুঝে প্রাথমিক অবস্থাতেই যদি সমস্যার চিকিৎসা করা হয় তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কয়েকটি লক্ষ্যণ আছে যা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চলুন তাহলে দেরি না করে দেখে নেয়া যাক শ্রবণশক্তি কমে যাওয়ার কি কি লক্ষণ দেখা দিতে পারে।

শিশুদের কণ্ঠস্বর অস্পষ্ট শোনা

বয়স বাড়ার সাথে সাথে যদি শ্রবণশক্তি ও কমে আসে, তবে অভ্যন্তরীণ কানের অঙ্গ উচ্চ পিচের শব্দগুলো শনাক্তে প্রথম অবস্থায় ব্যর্থ হয়। যার কারণে শিশু এবং নারীদের কণ্ঠস্বর শোনা বা স্পষ্ট শুনতে পাওয়া কঠিন হয়ে পড়ে। এমন কি সন্ধ্যার সময় পাখির কিচিরমিচির শব্দ কানে না আসার লক্ষণ দেখা দিতে পারে। এটি মোটেও ভালো লক্ষণ নয়। তাই এরকম অবস্থা হলে অবশ্যই বুঝতে হবে শ্রবণশক্তি হ্রাস পেতে শুরু করেছে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কানে কম শোনার অপারেশন

ভিড়ের মধ্যে কথোপকথনের অসুবিধা হতে পারে। বেশি জনসমাগম আছে এমন স্থানে কারো সঙ্গে কথা বলার সময় যদি আপনি অমনোযোগী হয়ে পড়েন অথবা তার কথা স্পষ্ট বুঝতে না পারেন তাহলে বুঝে নিবেন কানে কোন সমস্যা আছে ।ভিড়ের মধ্যে এমন শব্দ আপনার কাছে এফ বা এস এর মত শোনা যেতে পারে। আপনার যদি উচ্চ শব্দ শুনতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনিও আশেপাশে মানুষের কথার চেয়ে শোরগোল বেশি শুনে থাকবেন। এমন সমস্যা হলে আজই সতর্ক হওয়া উচিত। কেননা এটিও আপনার শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার লক্ষণ। সুতরাং এমন সমস্যা হলে আপনি অবশ্যই চিকিৎসা নিতে পারেন।

https://www.sbdfoodtips.xyz/2022/10/health-tips.html

 

(১) কানে কম শোনার হোমিও চিকিৎসা

কারোর কথা হঠাৎ করে ধরতে না পারা কিংবা বুঝতে না পারার কারণও হতে পারে আপনার শ্রবণ শক্তি হারানোর প্রাথমিক লক্ষণ। বিশেষ করে যখন একসময় একাধিক ব্যক্তি কথা বলে সে সময় যদি আপনি কথাগুলো সঠিকভাবে শুনতে না পান বা বুঝতে না পারেন তাহলে বুঝে নিবেন আপনার শ্রবন শক্তি হ্রাস পেতে শুরু করছে। এ অবস্থায় আপনি অডিওলজিস্টের পরামর্শ নিতে পারেন।

(২) কানে কম শোনার দোয়া

কানের ভিতর কিছু আটকে থাকার অনুভূতি হতে পারে। আপনার এমন মনে হতে পারে কানের ভিতর কোন ময়লা অথবা কিছু আটকে আছে। এমন অবস্থায় ডাক্তার পরীক্ষা করে যদি কোন কিছু না পান তাহলে বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমতে শুরু করছে। এটিও ভালো কোন লক্ষণ নয়।

(৩) কানে কম শোনার মেশিনের দাম

টিভির ভলিউম বাড়ায় শব্দ শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তো? অথবা আগে যে ভলিউম এ শব্দ শুনতে এখন তার থেকে বেশি ভলিউম বাড়াচ্ছেন না তো? অথবা টেলিভিশনে বা কোন অনুষ্ঠানে কথার চেয়ে ব্যাকগ্রাউন্ড বা বেজ টোন গুলো বেশি ভালো শুনতে পাচ্ছেন না তো? যদি এরকম হয়ে থাকে তবে এর অর্থ হল আপনার শ্রবণশক্তি পরীক্ষা করার সময় সন্নিকটে। অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন। কারণ এই লক্ষণগুলো আপনার শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার ইঙ্গিত দেয়।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement