ভালো মানের শ্যাম্পু,কোন শ্যাম্পু চুলের জন্য ভালো,ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পু
চুলের যত্নে শ্যাম্পুর কোন বিকল্প নেই। দামে সস্তা হওয়ায় এবং চুলের সবথেকে সুবিধাজনক যত্নের জন্য আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করে থাকি। আমাদের চুলে জমে থাকা বিভিন্ন ধরনের ধুলোবালি, ময়লা, এসব দূর করার জন্য শ্যাম্পু ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে বাজারে অনেক ধরনের শ্যাম্পু পাওয়া যায় যাতে এসএলএস অথবা এসএলইএস বেনজিন রয়েছে। বিশেষ করে এই ধরনের রাসায়নিক পণ্যের ক্যান্সারের মতো মরণ রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও এটি চুলের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকারক। তাই আমাদের আজকের প্রতিবেদনে জানব কোন কোন কোম্পানির শ্যাম্পুতে এই ধরনের বেনজিন পাওয়া গেছে এবং যেগুলোকে বাজারে বিক্রির জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ভালো মানের শ্যাম্পু
সম্প্রতি বাজারের অনেকগুলো কোম্পানির শ্যাম্পুতে বেনজিন নামের এক ধরনের উপাদান পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে যা থেকে হতে পারে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের মরণঘাতী রোগ। এমন অভিযোগের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাজার থেকে একাধিক প্রসাধনী তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই সংস্থার একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল যে বিভিন্ন প্রকার শ্যাম্পু ও অ্যারোসল, ড্রাই শ্যাম্পুর নাম। যা থেকে হতে পারে ক্যান্সারসহ আরো অনেক প্রকার রোগ। তালিকার ভিতরে ছিল ইউনিলিভারের ডাভ, ট্রেসেমি, সুয়েভ, টিআই জি আই, সহ নেক্রাসের মতো ব্রান্ড।
মেডিকেল শ্যাম্পু
সংশ্লিষ্ট সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে। তালিকা প্রকাশ হওয়ার পর 2021 সালের অক্টোবর মাসের আগে তৈরি করা বিভিন্ন শ্যাম্পু বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউনিলিভার। এর আগে 2021 সালের বাজার থেকে তুলে নিতে দেখা গিয়েছিল বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জনসন এন্ড জনসন p&g এবং ওল্ড স্পাইস এর মতো একাধিক কোম্পানিকে । এছাড়াও p&g কোম্পানি নিজেদের সব প্রসাধনির উপর বিশেষভাবে পরীক্ষা চালিয়ে ছিল। এবং এরপরই ডিসেম্বর মাসে বেনজিন মেলায় বাজার থেকে তুলে নেয় এইসব প্যান্টিন এন্ড হারবাল অ্যাসেন্সেস ড্রাই শ্যাম্পু গুলো।
(১) আয়ুর্বেদিক শ্যাম্পু
এছাড়াও এফ ডি এ এর পক্ষ থেকে জনসাধারণের জন্য জানানো হয়েছে যে এই ড্রাই শ্যাম্পুতে প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয় যা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসেবে মিশে থাকে এই বেনজিন। এবং এটি এমন একটি উপাদান নিয়মিত ব্যবহারে অথবা সংস্পর্শে শরীরে বিভিন্ন রোগ অথবা মহামারী রোগ দেখা দিতে পারে। এমনকি নিউকিমিয়া রক্তের ক্যান্সার পর্যন্ত হতে পারে।
(২) এলার্জির শ্যাম্পু
কি পরিমান এই বিষাক্ত পদার্থ শ্যাম্পু গুলোতে পাওয়া গেছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও এটা নিশ্চিত যে তা সহনশীল মাত্রা থেকে অনেক বেশি ছিল বলে জানায় এই সংস্থাটি। এছাড়াও রাসায়নিক চুল সোজা করার যেসব পণ্য ব্যবহার করা হয় এ পন্য গুলো মহিলাদের জরায়ু ক্যানসারের ঝুঁকিতে ফেলে দেয় বলে জানিয়েছে সংস্থাটি ।
এফ ডি এর এই বিজ্ঞপ্তিতে আমলে নিয়ে ইউনিলিভার কোম্পানি বাজার থেকে নিজেদের সব ধরনের ড্রাই শ্যাম্পু প্রত্যাহার করেছেন। এছাড়া কম্পানি এর কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছিল যে যেসব শ্যাম্পু প্রত্যাহার করা হচ্ছে এসব শ্যামপুর প্রায় সবগুলোই প্রস্তুত করা হয়েছিল 2021 সালের অক্টোবর মাসে।
আরা পড়ুন রাতে ভালো ঘুম হচ্ছে না? এটি হতে পারে ডায়াবেটিক এর লক্ষণ https://www.sbdfoodtips.xyz/2022/10/not-sleeping-well-at-night-this-may-be.html
(৩) কোন শ্যাম্পু চুলের জন্য ভালো
অ্যারোসল বা স্প্রে ভিত্তিক ড্রাই শ্যাম্পু মধ্যেও পাওয়া গেছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান এর উপস্থিতি। এই অভিযোগ অবশ্য
এই প্রথমবার নয়। গতবছরও পি এন্ড জি কোম্পানির প্রস্তুতকৃত বেশকিছু ড্রাই শ্যাম্পু, প্যান্টিন এন্ড হারবাল উচ্চমাত্রায় বেনজিন এর
উপস্থিতি শনাক্ত করেছিল মার্কিন গবেষণার সংস্থা। মার্কিন এই সংস্থাটি মূলত স্বাস্থ্যসেবা ও প্রসাধনী পণ্যের মান নিয়ে গবেষণা করে
থাকে । 2021 সালের ডিসেম্বরে মার্কিন সংস্থার এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই ঐ মাসেই বাজার থেকে প্যান্টিনএন্ড হারবাল ব্র্যান্ডের সব ড্রাই শ্যাম্পু প্রত্যাহার করেছিল p&g কম্পানি।
Disclaimer
তাই সর্বসাধারণের জন্য এ কথা বলা যেতে পারে ব্রান্ডের হলেও সব সময় সব ধরনের শ্যাম্পু ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি।
সুতরাং প্রত্যেকটা পণ্যের গুণগত মান দেখে বুঝে তারপর এটি ব্যবহার করা উচিত। এছাড়াও ঝলমলে স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে পারেন
ঘরে বসেই বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই চুলের যত্ন নিবেন সে সম্পর্কে আমাদের
বেশ কয়েকটি প্রতিবেদন দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন।
আমাদের আজকের পোষ্টে এই পর্যন্তই আশা করি এটি একটি তথ্যমূলক পোস্ট। পোস্টটি পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে
জানাবেন। কথা হবে পরবর্তী পোস্টে। ধন্যবাদ সবাইকে ।

