দুর্নীতির কালো হাত ধ্বংস করে দাও!Destroy the black hand of corruption.

 

https://www.sbdfoodtips.xyz/2022/10/destroy-black-hand-of-corruption.html

দুর্নীতি বর্তমানে এটি মানুষের মৌলিক অধিকারের ভিতর এসে দাঁড়য়েছে। প্রতিটা ক্ষেত্রে যে যেখানে যে অবস্থায় আছে ,সবাই তার নিজ নিজ যোগ্যতা অনুসারে দুর্নীতি করে চলছে। দুর্নীতি আজকাল পৃথিবীটাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যেমন ভাবে আঁকড়ে ধরে কোন মহামারী ঝড় মানুষকে।


আমাদের আজকের প্রতিবেদনটি একটা মানুষের সাধারণ আত্মচিৎকারের প্রতিচ্ছবি নিয়ে। আপনি যেখানেই যাবেন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন।  সরকারি কোন হাসপাতালে হোক অথবা প্রশাসনে অথবা অন্য কোন প্রতিষ্ঠানে যেখানে আপনি যে কাজে যাবেন সেখানে আপনি লক্ষ্য করলে দুর্নীতি দেখতে পাবেন। বিষয়টা এমনই যার যতটুকু ক্ষমতা তার সেই ক্ষমতার অপব্যবহার করাটাই হলো দুর্নীতি। আপনি আপনার ন্যায্য একটা অধিকার যেটা আদায় করতে গেলে দুর্নীতি করতে হবে। কেউ সুবিধা পেতে দুর্নীতি করে আর কেউ সুবিধা ভোগ করতে দুর্নীতি করে। আজকাল এটা কমন হয়ে গেছে।

একবার একটা সরকারি হাসপাতালে গিয়েছিলাম। সেখানেই গিয়ে দেখলাম মানুষ কিভাবে নিজের কর্তব্য থেকে বিমোচিকৃত হয়। অনেক ডাক্তার আছে যারা রোগীদের ঠিকমত দেখেইনা। তাদের কথা শোনে না বরং ওডিতে এসে ৩০ সেকেন্ডের কম সময় নিয়ে শুধু রিপোর্টটা দেখেই চলে যায়। যাষ্ট ফরমালিটি। তবে অবশ্য অনেক ডাক্তার আছে যারা রোগীর ভালো-মন্দ পরীক্ষা করে দেখেন। এমন ডাক্তারও আছে তবে খুবই কম। আবার অনেক নার্স আছে যারা ডাকলেও রোগীর পাশে যায় না। রোগির সাথে খারাপ ব্যবহার করে অথবা কোন জিনিস প্রয়োজন হলে সেটা নাই বলে চালিয়ে দেয় । এমন চিত্র দেখা যায় হাসপাতালে। প্রতিটা মানুষকেই হাসপাতালে যাওয়া উচিত, চিকিৎসা নিতে নয় মানুষ যে কতটা অসহায় হতে পারে এটা অনুভব করার জন্য।

শুধু হাসপাতাল নয় আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অহরহ দুর্নীতি করে চলছে। যার ক্ষমতা আছে সেই সম্রাট। আর যার ক্ষমতা নেই সেই অপরাধি। আজকাল চাকরি-বাকরিও টাকার বিনিময় দেয়া হয়। যোগ্যতা খুবই কম অথবা টাকার বিনিময়ে তাকে যোগ্য করিয়ে নেওয়া হয়। হয়তো কথাগুলোর কোন বাস্তব প্রমাণ নাই। তবে প্রতিটা লোকই জানে কথাগুলো বাস্তব সত্য।
https://www.sbdfoodtips.xyz/2022/10/destroy-black-hand-of-corruption.html

 

যদি দেশে এমন কোন আইন হত যেখানে সরকারি লোক কোন অন্যায় অপরাধ করলে অবশ্যই তাকে তার পদ থেকে বহিষ্কার করা হবে। তাহলে হয়তো অনেক সরকারি চাকরি মানুষের চাকরি চলে যেত।

আর সরকার আমাদের জন্য যা কিছু করুক না কেন কোনদিনও আমাদের ঘাটতি পূরণ করতে পারবে না। কারণ আমরা নিজেরাই চোর। প্রবীনদের মুখে একটা প্রবাদ বাক্য শুনেছিলাম। ঘরের ইঁদুরে যদি গর্ত করে তবে সে গর্ত কোনদিন ভরাট করা সম্ভব হয়না। আমাদের বিষয়টাও তেমন। আমরা নিজেরাই নিজেদের ঘরে গর্ত করি।
 
আরো পড়ুন  Teacher Registration Exam Preparation & Question Paper Solution 2022 https://www.sbdfoodtips.xyz/2022/09/blog-post.html

পৃথিবীটা হোক ভালোবাসা পূর্ণ দূরে চলে যাক সব দুঃখ কষ্ট। আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু আসলে এটা কি ঠিক? মানুষ হওয়ার যোগ্যতা আমাদের সত্যি কি আছে?   যদি থাকতো তবে না খেতে পেয়ে মানুষগুলো মারা যেত না ! এমনও তো হতে পারতো কোন কোটিপতি কোন একটা মহৎ কাজ করে মানুষের সেবা করছে! তাহলে হয়তো পৃথিবীটা সত্যিই স্বর্গ রাজ্য হতো। এই কথাগুলো হয়তো পাগলের কথার মত মনে হতে পারে। তবে আমরা হয়তো কখনো পরকালের চিন্তা করি না। যদি করতাম তবে অবশ্যই মানুষের জন্য কিছু করে যেতাম। আমরা শুধু জীবনে বেঁচে থাকার অর্থ উপার্জনের কথাই চিন্তা করি। আর তাই নিজের স্বার্থান্বেষে নিজের ক্ষমতার অপব্যবহার করে চলি প্রতিনিয়ত।

পৃথিবীতে সুখ জিনিসটা এভাবেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সবার হৃদয় থেকে। হয়তো আর কোনদিন ফিরে নাও আসতে পারে। এখন তো দেখা যায় কেউ কারো নয়। সবাই সবার নিজেরটাই ভালো বোঝে। তবে এটা কখনোই ভালো কিছু নয় ।পৃথিবীতে সুখ আনতে চাইলে অবশ্যই ত্যাগী হওয়াটা জরুরি। কথায় আছে , ভোগের সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ! কথাটা একদম সত্য।

আমরা কি পারি না সবাই মিলে দুর্নীতির কালো হাতটাকে ধ্বংস করে দিতে। মানুষের শ্রেষ্ঠ ধর্ম মানুষের সেবা করা। প্রতিটা মানুষের কর্তব্য নিজ হাতে পালন করা। তাহলেই হয়তো পৃথিবীতে একদিন স্বর্গ সুখ নেমে আসবে।
Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement