রামায়ণের সেই রাম সীতা আবার একই ফ্রেমে বন্দি!

 আবারো একই মঞ্চে রামায়ণের সেই রাম সীতা! রামের পা ছুয়ে সীতা যা বললেন!

https://www.sbdfoodtips.xyz/2022/10/blog-post_25.html

 


আশির দশকের শেষে দূরদর্শনের পর্দায় এক আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় কাহিনী প্রচার করে ছিলেন রামানন্দ সাগরের পরিচালিত রামায়ণ। এমনই জনপ্রিয় ছিল এই ধর্মীয় সিরিয়ালটি! যখনই শুরু হতো তখন আর রাস্তাঘাটে লোকজন দেখা যেত না। ছোট বড় সবাই অধীর আগ্রহে বসে থাকতো এই সিরিয়ালটি দেখার জন্য। আজকের কথা হচ্ছে দুরদর্শনের পর্দায় রাম সীতার চরিত্রে অর্থাৎ অভিনেতা অরুণ গোভীক এবং দীপিকা চিকলিয়ার। আজ অনেকটা বছর পার হয়ে গেছে তবুও এই জুটির জনপ্রিয়তা এখনো রয়ে গেছে হাজারো মানুষের অন্তরে।

আর আবার তাই প্রমাণ করা হলো। ফের মুখোমুখি রাম সীতা দুজনের, আবার সাক্ষাৎ হলো কালার্স টিভির ঝলক দিখলা জা-র মঞ্চে। আর এই সাক্ষাতের মাঝেই উঠে এলো অতীতের মন ভোলানো হাজারো স্মৃতি আর জনপ্রিয় কিছু সংলাপের কথা। যা প্রজন্মের পর প্রজন্ম  মনোমুগ্ধ করে রেখেছে প্রতিটা মানুষের অন্তরে। রাম সীতার এই রামায়ণের কাহিনী এতটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিল যা একসময় মানুষের চোখের ঘুম কেড়ে নিতো। তাদের প্রতিটা সংলাপ প্রতিটা অভিনয় এতটাই মনমুগ্ধকর ছিল যা থেকে মানুষ তাদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য এসব সম্পর্কে জানতে পারতো।

ঝলকের মঞ্চে মুখোমুখি রাম সীতা

কালার্স টিভি চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল এই ডান্স রিয়ালিটি শো । আর এর প্রধান আকর্ষণ ছিল রামানন্দ সাগরের পরিচালিত রাম সীতা অর্থাৎ অরুণ গোভিল ও দীপিকা চিকলিয়া কে নিয়ে। আর সেখানেই রামায়ণের একটি আইকনিক দৃশ্যের পুনঃনির্মাণ করা করেছিল দুই তারকা মিলে। মঞ্চে উপস্থিত হয়েই অরুনের পা ছুঁয়ে দীপিকা বললেন ”আজ থেকে আমি আপনার দাসী” তারপর স্ত্রী অর্থাৎ সীতাকে রাম অর্থাৎ অরুণ গোভিল জানালেন ”আমার দাসী হয়ে তুমি কোনদিনও থেকো না, তুমি আমার অর্ধাঙ্গী, আমার মিত্র, আমার সখা” তারপর বলেন রামের জীবনে তুমি ভিন্ন আর কোন দ্বিতীয় নারী আসবে না! রামায়ণ মহাকাব্যের সেই না ভোলা কাহিনীর দৃশ্য আবারও দর্শক দেখলো ঝলক দিখলা জা-র মঞ্চে। দুজনের এই প্রেমসুধা দেখে হতবাক সকলে। অনেক বছর আগে ঘটে যাওয়া রামায়ণের দৃষ্টিভঙ্গি এখনো যেন সেই একই জনপ্রিয়তা ধরে রেখেছে প্রত্যেক দর্শকের অন্তরে। এত বছরও যেন এক টুকু ম্লান হয়নি সেই কেমিস্ট্রি।

https://www.sbdfoodtips.xyz/2022/10/blog-post_25.html

 

রামানন্দ সাগরের রামায়ণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের আর নতুন করে বলার প্রয়োজন হয় না এটি কতটা মনোমুগ্ধকর ছিল। সত্যিই তো এই স্মৃতি কখনো ভুলবার নয়। মহাকাব্যের এই অমক সৃষ্টি সাহিত্য রস দেখে কেউ ভাসে আবেগে, কেউ করুণায়, আবার কেউ ভাসে প্রেমে। এই চ্যানেলে তরফ থেকে জানানো হয় স্বামী-স্ত্রীর দায়িত্ব কেমন হওয়া উচিত। আর রামায়ণে রাম সীতা উত্তম চরিত্র এটা বলার প্রয়োজন পড়ে না। তাই সেই শিক্ষা দিতেই ঝলকের মঞ্চে এসেছিল এই দুই তারকা।

আরো পড়ুন  প্রত্যেক বাবা-মার উচিত এই কথাগুলো তার সন্তানকে বলা  https://www.sbdfoodtips.xyz/2022/10/every-parent-should-say-these-words-to.html

এই রিয়েলিটি শো তে আরো উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি, করন জোহরা। রাম সীতার এই অভিনয় করতে দেখে কিছু সময়ের জন্য মুখরিত আবেগঘন হয়েছিলেন এই কয় তারকা রাও। সব মিলিয়ে রিয়েলিটি শো টি ছিল একটি শিক্ষনীয় শো। যেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল।

বন্ধুরা আমাদের আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি সংবাদটি পড়ে একটু হলেও ভালো লাগছে। লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কথা হবে পরবর্তী পোস্টে। ধন্যবাদ!

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement