যেনেনিন ত্বকের যত্নে অ্যালোভেরা গাছের ঔষধি গুনাগুন! Medicinal properties of aloevera plant in skin care

বাড়িতে অ্যালোভেরা গাছ কেন লাগাবেন? এক নজরে অ্যালোভেরা গাছের উপকারিতা!

 
https://www.sbdfoodtips.xyz/2022/10/medicinal-properties-of-aloevera-plant.html

গাছ আমরা সবাই ভালবাসি। বিশেষ করে ফুল অথবা ফলের গাছ মানুষ শখ করে বাড়ির আঙিনায় অথবা ছাদেও লাগিয়ে থাকে। বর্তমানে পরিবেশের যে অবস্থা তা থেকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন অবশ্যই বেশি করে পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে। কংক্রিটের জঙ্গলে বড় বড় গাছপালা লাগিয়ে পরিবেশে অক্সিজেনের ভারসাম্য ফিরিয়ে আনার মত অবস্থা অনেক জায়গাতেই নেই বললেই চলে। তবুও তার ভিতর থেকে যত টুকু সম্ভব ছোট ছোট গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা উচিত।

ত্বকের যত্নে অ্যালোভেরা  গাছের উপকারিতা

আমেরিকার নাসা বেশ কয়েকটা গাছের তালিকা দিয়েছিল একটি প্রতিবেদনে। যে গাছগুলি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে গুরুত্ব পালন করে। এর ভিতর রয়েছে অ্যালোভেরা গাছ। তবে অবাক করা বিষয় হলো  বিশেষজ্ঞদের মতে অ্যালোভেরা গাছ যে শুধু ঘরে প্রচুর পরিমাণে অক্সিজেন এনে দিবে এমনটা নয়! অ্যালোভেরা গাছের রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যালোভেরা গাছ নতুন করে জীবন দান করতে পারে ।

অ্যালোভেরা সাধারণত ত্বকের যত্নে বা প্রসাধনীতে ব্যবহার করা হয়ে থাকে। তবে বাজারের কিনতে পাওয়া বিভিন্ন অ্যালোভেরা জেল অথবা ক্রিম এর থেকে সরাসরি অ্যালোভেরা ব্যবহার করায় বেশি উপকার পাওয়া যায়। বিশেষ করে উজ্জ্বল ত্বক পেতে এলোভেরার বিকল্প নেই। আর সুন্দর ত্বক পেতে শুধু বাইরের থেকে যত্ন নিলে হবে না। এর জন্য প্রয়োজন আছে নিয়মিত সঠিক খাদ্য অভ্যাসের। বিশেষ করে সকালে এক গ্লাস অ্যালোভেরা রস পান করার ফলে শরীরে উজ্জ্বলতা ফিরে আসে।  নিয়মিত এলোভেরা রস পান করার ফলে ত্বক হয়ে ওঠে উজ্জল এবং লাবণ্যময়। এছাড়াও অ্যালোভেরার ভিতরে থাকার জেল বেরিয়ে মুখে লাগালে ত্বক হয় মসৃণ এবং কোমল।

https://www.sbdfoodtips.xyz/2022/10/medicinal-properties-of-aloevera-plant.html

 

ত্বকের বিভিন্ন দাগ অথবা স্পট দূর করতেও অ্যালোভেরার জুড়ি নেই। ভিটামিন সি ও বেটা ক্যারোটিন যা ত্বকের যত্নে বিশেষ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে দাগ যুক্ত স্থানে যদি এলোভেরার জেল নিয়মিত মালিশ করা হয় এবং সকালে উঠেই ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলা হয় তবে নিমিষে গায়েব হয়ে যাবে আপনার ত্বকের দাগ এবং স্পট।

আরো পড়ুন হাজারো ভেষজ গুনে সমৃদ্ধ এই অপরাজিতা ফুল  https://www.sbdfoodtips.xyz/2022/10/this-aparajita-flower-is-rich-in.html

অ্যালোভেরা ব্যবহারে ত্বকের আদ্রতা ধরে রাখতে বিশেষ ভাবে কাজ করে থাকে। বিশেষ করে এটি টনিক এর মত কাজ করে। প্রতিদিন কাজে বেরোনোর আগে অ্যালোভেরা জেল ত্বকের উপর মেসেজ করে নিতে পারেন। এর কারণে আপনার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে থাকবে এবং ত্বক সুন্দর ও লাবণ্যময় থাকবে সারাদিন। ত্বকে লালচে ভাব দূর করতেও এলোভেরা ব্যবহার করতে পারেন। অনেকেরই দেখা যায় রোদে গেলে ত্বকের উপর লালচে দাগ ভাব চলে আসে। আর এই সমস্যাটি সমাধানে এলোভেরা থেকে ভালো কিছু নেই। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করার ফলে এটি দূর করা সম্ভব ।মশ্চারাইজার অথবা ক্রিমের সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে এটি নিয়মিত ব্যবহার করতে পারেন । ব্যবহারের কিছুদিনের মধ্যেই আপনার ত্বকের লালচে ভাব দূর হয়ে যাবে।

মসৃণ ঠোঁটের জন্য এলোভেরা বিশেষ সহায়তা করে থাকে। ঠোঁট উজ্জ্বল, মসৃণ এবং নরম রাখতে নিয়মিত এলোভেরা ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ঠোঁট হয়ে উঠবে মসৃণ এবং লাবণ্যময়। এর জন্য এক টেবিল চামচ চালের গোড়ার সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে প্যাক করে নিতে পারেন। এবং এটি ঠোঁটে আলতো ভাবে মেসেজ করে নিন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

এছাড়াও বয়সের ছাপ প্রতিরোধে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। বয়সের সাথে সাথেই দেখা যায় ত্বকে ভাস পড়তে। এ সমস্যা দূর করার জন্য অ্যালোভেরা বিশেষভাবে কাজ করে থাকে। কেননা অ্যালোভেরার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের গভীরে প্রবেশ করে এবং এতে থাকা ভিটামিন এ, ভিটামিন বিটামিন সি ও ভিটামিন বি ত্বকের পুষ্টি যোগায়। যে কারণে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে। এবং ত্বককে রাখে উজ্জ্বল এবং লাবণ্যময়।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement