জেনে নিন বারবার গলা শুকিয়ে গেলে কোন রোগের লক্ষণ হতে পারে!
গরমের সময় অতিরিক্ত ঘাম হওয়া কিংবা পরিশ্রমের পর পানি পিপাসা পাওয়াটা স্বাভাবিক। তবে কোনো কারণ ছাড়াই যদি বারবার গলা শুকিয়ে যায় এবং পানি পিপাসা পায় তবে বুঝে নিতে হবে এটি কঠিন কোন রোগের লক্ষণ। আমাদের আজকের প্রতিবেদনে আলোচনা করব বারবার গলা শুকিয়ে গেলে অথবা পানি পিপাসা লাগলে শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে সে সম্পর্কে।
বারবার গলা শুকিয়ে গেলে শরীরে যে রোগ হতে পারে!
রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে বার বার গলা শুকিয়ে যেতে পারে।এটি ডায়বেটিকস এর প্রাথমিক লক্ষন ও বলা যেতে পারে। অথচ বেশিরভাগ মানুষই জানে না এই সমস্যার সাথে ডায়াবেটিসের গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে ডায়াবেটিসের কারণে জিভের লালা এর পরিমাণ কমে যায়। ফলে বারবার গলা শুকিয়ে পিপাসা পায়।
এছাড়াও শরীর থেকে যদি বেশি ঘাম বের হয়ে যায় অথবা পানি বের হয়ে যায় তখনও বারবার গলা শুকিয়ে আসে। এ থেকে বুঝতে হবে আপনার শরীরে পানির ঘাটতি রয়েছে। এজন্য আপনি পানির সাথে স্যালাইন খেতে পারেন। এতে আপনার শরীরের পানির ঘাটত পূরণ হবে ।
জেরোস্টোমিয়া নামক রোগের কারণেও মুখের লালা কমে যায়। যার কারণে ঘন ঘন পানি পিপাসা পেতে থাকে। তবে অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই রোগ হতে পারে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে হতাশা, ব্যথা ও পেশি শিথিলতার জন্য যেসব ওষুধ খাওয়া হয় তার ফলে মুখ শুকিয়ে যায়। এবং রাতে ঘন ঘন পানি পিপাসা পায়।
আরো পড়ুন যে কারণে খালি পেটে চা খাওয়া বিপদজনক! https://www.sbdfoodtips.xyz/2022/10/that-is-why-it-is-dangerous-to-eat-tea.html
অনেকে আবার রাত্রি ঘুমানোর পর মুখ দিয়েই শ্বাস-প্রশ্বাস নেয়। যে কারণে বারবার গলা মুখ শুকিয়ে আসে। তবে এটিতে ভয়ের কোন কারণ নই। এটি কোন রোগ নয়, শুধু ঘুমানোর অভ্যাস পরিবর্তন করতে পারলেই সমস্যা সমাধান হয়ে যাবে।
যারা অধিক পরিমাণে ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদেরও ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া এবং পানি পিপাসা পেতে পারে। জার্নাল অফ ডেন্টাল রিসার্চ এর পরীক্ষায় দেখা গিয়েছিল যে, যারা প্রতিদিন ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদের ৩৯ শতাংশ মানুষের মুখে লালা উৎপাদন ক্ষমতা কমে গিয়েছিল। যে কারণে এটি নিশ্চিত ভাবে বলা যায় যে যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান ও অ্যালকোহল পান করে তাদের এই সমস্যাটি হতে পারে।
তাই বারবার গলা শুকিয়ে যাওয়া বা পানি পিপাসা পাওয়া এটি মোটেও কোন ভালো লক্ষণ নয়। যাদের এই সমস্যাটি আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি সাধারন কারণে এটি হয়ে থাকে তবে ভয়ের কোন কারণ নেই। তবে এটা নিশ্চিত ঘন ঘন পানি পিপাসা পাওয়া এবং গলা শুকিয়ে যাওয়া বড় কোন বিপদের লক্ষণ।
আমাদের আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। আশা করি এটি একটি তথ্য মুলক প্রতিবেদন। আপনারা পড়ে একটু হলেও বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

