শ্যাম্পু তৈরির পদ্ধতি,ভেষজ শ্যাম্পু তৈরি,হারবাল শ্যাম্পু,শ্যাম্পু তৈরির ব্যবসা
চুল শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই কমবেশি চুলের যত্ন নিয়ে থাকি। কেননা মানুষের সৌন্দর্যের একটি বড় অংশ ফুটে ওঠে তার চুলের মাধ্যমে। তবে প্রত্যেকটা মানুষেরই কম বেশী বিভিন্ন ঝামেলায় পড়তে হয় এই চুল নিয়ে। অনেকের চুল উঠে যায়, কারোর বা চুল পাকতে শুরু করে অল্প বয়সে, আবার অনেকের আছে মাথায় প্রচুর পরিমাণে খুশকি থাকে। এরকম অনেক সমস্যা আছে যা কিনা চুলের অনেক ধরনের ক্ষতি করে থাকে। আর আমরা এই সমস্যা থেকে সমাধানের সহজ উপায়ে ব্যবহার করে থাকি বাজার থেকে কেনা শ্যাম্পু ব্যবহার করে। আজকাল ছোট-বড় প্রায় সবাই কমবেশি শ্যাম্পু ব্যবহার করে থাকে। তবে আপনি কি জানেন? বাজারের শ্যাম্পু গুলো বিভিন্ন দামি ব্রান্ডের হলেও এ থেকে হতে পারে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা নিয়ন্ত্রণ ”ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশ“ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাজারের বেশ কিছু কোম্পানির শ্যাম্পু আছে যেগুলো থেকে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যে কারণে দেশটির বাজার থেকে একাধিক প্রসাধনী তুলে নেয়া হয়েছিল। তাই আমাদের উচিত এসব ধরনের শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকা। কেননা এসব প্রসাধনী ব্যবহার করা হতে পারে স্বাস্থ্য ঝুঁকি।
ঘরে বসেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক শ্যাম্পু
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে এমন অনেক পদ্ধতি, যা অবলম্বন করে আপনি প্রাকৃতিকভাবেই আপনার চুলের যত্ন নিতে পারেন। প্রাকৃতিক কিছু উপাদান আছে যা আপনি শ্যাম্পুর পরিবর্তে চুলে ব্যবহার করতে পারেন। আর এই উপাদানগুলোতে পিএইচ এর মাত্রা নেই বললেই চলে। ফলে এগুলো আপনার মাথার স্কাল্প পরিষ্কার করার একটি আদর্শ উপায় বলতে পারেন। এই উপাদানগুলো ব্যবহারের ফলে প্রাকৃতিক ভাবেই আপনার মাথায় নতুন চুল গজাতে শুরু করবে। এবং সেইসাথে অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে। এসব উপাদান ব্যবহার করে আপনার চুল পড়া থেকেও রক্ষা করতে পারবেন। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে এই উপাদান গুলোতে। চলুন তবে দেখে নেয়া যাক।
শ্যাম্পু তৈরির পদ্ধতি
আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদের কয়েকটি প্রাকৃতিক উপায় বলে দিব যা অনুসরণ করে বাজার থেকে কেনা শ্যাম্পু ছাড়াই আপনার চুলকে ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে পারবেন ঘরে বসেই।
১. রিঠা দিয়ে শ্যাম্পু বানানোর নিয়ম
রিঠা ব্যবহার করে আপনার চুল পরিষ্কার করতে পারেন। প্রাচীনকাল থেকেই চুল পরিষ্কার করার এটি খুবই পরিচিত একটি উপায়। খুব সহজেই রিঠা দিয়ে শ্যাম্পু তৈরি করা যায়। এক কাপ গরম পানির ভিতর ছয়টা রিঠা সারারাত ধরে ভিজিয়ে রাখুন ।গোসলের সময় এই পানি দিয়ে চুল ধুয়ে নিলে শ্যাম্পুর মতো উপকার পাওয়া যাবে। আপনার চুলে যদি তেল দেয়া থাকে তবে রিঠার পানি দিয়ে চুল ধুয়ে নিলে আপনার চুলের চিটচিটে ভাব দূর হয়ে যাবে। এবং আপনার চুল হয়ে উঠবে মসৃণ এবং ঝরঝরে।
২. ভেষজ শ্যাম্পু তৈরি
বেসন দিয়েও চুল পরিষ্কার করতে পারেন। এটি আপনি শ্যাম্পুর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হলো পরিমাণমতো বেসন পানিতে গুলিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর আপনার পুরো মাথায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল হয়ে উঠেছে আগের থেকে উজ্জল এবং লাবণ্যময়। বাজার থেকে কেনা শ্যাম্পুর পরিবর্তে আপনি এটি ব্যবহার করতে পারেন। এতে আপনার চুলে যেমন পুষ্টি ঘাটতি দূর হবে সেইসাথে আপনার চুল হয়ে উঠবে আরও মসৃণ ও সতেজ। এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনি নিয়মিত এটি ব্যবহার করতে পারেন।
৩. অর্গানিক শ্যাম্পু
শিকাকাই দিয়েও আপনি চুলের যত্ন নিতে পারেন। ২৫ গ্রাম আধা ভাঙ্গা শিকাকাই নিয়ে এর ভিতর ২৫ গ্রাম আমলকি মিশিয়ে নিন। তারপর এটি ৫০০ মিলি পানিতে ভিজিয়ে রাখুন। এরপরের সেঁকে নিন। তারপরেই পানি দিয়ে শ্যাম্পুর মতো করে চুল ধুয়ে ফেলুন। এ পদ্ধতি অবলম্বন করা ফলে আপনার চুল পরিষ্কার এর পাশাপাশি অনেক উপকার পাওয়া যাবে।
আরো পড়ুন রুক্ষ ও কোঁকড়া চুল সোজা করতে যা করবেন https://www.sbdfoodtips.xyz/2022/10/what-to-do-to-straighten-rough-and.html
৪. মুলতানি মাটি ব্যবহার
মুলতানি মাটি ব্যবহার করতে পারেন চুলের যত্নে। ১০০ গ্রাম মুলতানি মাটি একটি পাত্রে নিয়ে ২ ঘণ্টার মত পানিতে ভিজিয়ে রাখুন। দুই ঘন্টা পর দেখা যাবে মাটি গলে নরম হয়ে গেছে। তারপর এটি ভালোভাবে পেস্টের মত তৈরি করে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ব্যবহার করলে আপনার মাথার চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি অনেক সুগন্ধ ছড়াবে। এছাড়াও এই মাটি ব্যবহারে আপনার মাথা ত্বক পরিষ্কার থাকবে। খুশকির সমস্যাও আপনি এটি ব্যবহার করতে পারেন।
৫. হারবাল শ্যাম্পু
মুসুরির ডাল দিয়েও আপনি চুলের যত্ন নিতে পারেন। তার জন্য মসুরের ডাল মিহি করে বেটে এতে ২ চা চামচ বেকিং সোডা এবং একটি লেবু রস মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আপনি চুলে ব্যবহার করতে পারেন। এতে আপনার তৈলাক্ত চুলের জন্য ভালো প্রাকৃতিক শ্যাম্পুর কাজ দিবে।
Disclaimer
এছাড়াও কন্ডিশনার হিসেবে কিছু ভেষজ উপাদান ব্যবহার করতে পারেন। অনেকেই হয়তো জানেনা কন্ডিশনার হিসেবে চায়ের লিকার খুবই ভালো কাজ দেয়। এছাড়াও লেবু পানি কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো চুল নরম এবং কোমল রাখার প্রাকৃতিক শ্যাম্পু।
বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাকৃতিক উপায়ে কিভাবে চুলের যত্ন নিতে পারেন সে সম্পর্কে। লেখাটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখা টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

