জেনে নিন দশটি গোপনীয় জিনিস যা অধিকাংশ মেয়েরা অনলাইনে সার্চ করে থাকে

মেয়েরা গোপনে অনলাইনে যে দশটি জিনিস বেশি সার্চ করে।

https://www.sbdfoodtips.xyz/2023/05/10-Most-Searched-Online-Things-by-Girls.html


আপনিও জানলে অবাক হবেন যে, অধিকাংশ মেয়েরাই বেশ কয়েকটি গোপনীয় জিনিস অনলাইনে সার্চ করে থাকে। তার ভিতর দশটি জিনিস প্রায় প্রত্যেক মেয়ে একবার হলেও সার্চ করে। অনলাইনে সার্চ করা নারীদের এই দশটি জিনিস সম্পর্কে আপনি জানলে রীতিমতো ভাবনায় পড়ে যেতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক গোপনীয় নারীদের সেই দশটি অনলাইনে সার্চ কৃত বিষয় সম্পর্কে। 

মেয়েদের সবচেয়ে বেশি অনলাইনে সার্চ কৃত দশটি জিনিস সম্পর্কে জানুন

বর্তমান সময় ইন্টারনেট বা তথ্যপ্রযুক্তির যুগ। আর এই যুগে যেকোনো সমস্যার সমাধান করা হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে। বিশেষ করে কোনো তথ্য বা কোন বিষয় সম্পর্কে জানতে হলে ইন্টারনেট এর থেকে ভালো কোন মাধ্যম আর নেই।  সম্প্রতি গুগলের একটি প্রতিবেদন থেকে এই তথ্যটি উঠে আসে যে, বেশিরভাগ মেয়েরা যে বিষয়গুলো অনলাইনে সবথেকে বেশি সার্চ করে  সে সম্পর্কে। তবে এর ভিতরে বেশ কিছু কমন বিষয় আছে। যেগুলো প্রায় সব নারীরা  একবার হলেও সার্চ করে থাকে। চলুন তবে জেনে নেয়া যাক সেই সার্চ কৃত বিষয়গুলো কি কি? 

মেয়েদের বেশি সার্চকৃত দশটা জিনিস 

প্রশ্ন যেখানে মেয়েদের, সেখানে প্রথমে যে বিষয়টি চলে আসে তা হল সৌন্দর্য বিষয়ক প্রশ্ন। তবে সৌন্দর্য বিষয়ক প্রশ্নের পাশাপাশি রয়েছে শরীরে বিভিন্ন সমস্যার সমাধান এবং সেই সাথে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার বিভিন্ন উপায়। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক মেয়েদের বেশি সার্চ কৃত জিনিসগুলো।

১. বলি রেখা মুক্ত ত্বক পাওয়া যাবে কিভাবে

অধিকাংশ মেয়েদেরই এই বলিরেখা নিয়ে অনেকেই সমস্যায় পড়তে হয়। আর এটি সহজ সমাধান দেওয়ার মতো উপযুক্ত জায়গা হল অনলাইন অথবা google এ সার্চ করা। আর এটি প্রচুর পরিমাণে দেখা যায় গুগলে সার্চ হতে। তবে  বলি রেখা মুক্ত ত্বকে পাওয়ার জন্য প্রথম থেকেই ত্বকের যত্ন শুরু করতে হবে। বিশেষ করে ৩০ বছর হওয়ার সাথে সাথেই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। তবে আপনি যদি বলি লেখা পড়ার জন্য অপেক্ষা করে থাকেন এবং বলিরেখা পড়ার পর তা থেকে মুক্ত হতে চান তাহলে অবশ্যই ভুল করবেন। বলি রেখা থেকে মুক্তি পাওয়ার জন্য বলিরেখা পড়ার আগে থেকেই এর কেয়ার নিতে হবে। বিশেষ করে বলি রেখা প্রথম লক্ষণ হলো কপালে ভাঁজ পড়া। অনলাইনে বলি রেখা দূর করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে। এগুলো থেকেও আপনি বলি রেখা মুক্ত ত্বক পাওয়ার ধারণা নিতে পারেন।

২. স্মোকি আই মেকআপ করা সম্ভব কিভাবে 

স্মোকি আই মেকআপ মেয়েদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটি করার পদ্ধতি বিষয়ে অনলাইনে প্রচুর সংখ্যক লেখালেখি রয়েছে। যে কোন একটি পদ্ধতি বাছাই করে সে মতো কাজ করতে পারেন। তবে কখনোই দুটো পদ্ধতি একসাথে সমন্বয় করে করতে যাবেন না। এতে বিপদ হতে পারে। এছাড়াও ভুলভাল পদ্ধতি অনুসরণ  করলে চোখের ক্ষতি হতে পারে। বিশেষ করে কেবলমাত্র চক্ষুবিজ্ঞানের পদ্ধতি পরীক্ষিত যেসব কসমেটিক্স রয়েছে সে সবই ব্যবহার করতে হবে।

৩. চোখের নিচে ফোলা ভাব দূর করব কিভাবে

https://www.sbdfoodtips.xyz/2023/05/10-Most-Searched-Online-Things-by-Girls.html


এই প্রশ্নটিও অনলাইনে প্রচুর পরিমাণে সার্চ করা হয়ে থাকে। কারণ অধিকাংশ মানুষেরই এই সমস্যাটি একবার হলেও হয়ে থাকে। এই সমস্যা থেকে বাঁচার উপায় হল শসা আলুর ভলি এবং আইস বা ঘুমের রুটিন বদলে আপনি আই ব্যাগ বা চোখের ফোলা ভাব থেকে মুক্ত হতে পারেন। তবে কর্কশ এমন কিছু ব্যবহার করবেন না। কারণ তা আপনার চোখের দৃষ্টির  শক্তিরক্ষতি করতে পারে। আর এতে যদি আই ব্যাগ দূর না হয় তবে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন।

৪. চুলে কয়দিন পরপর শ্যাম্পু করব

 চুল অথবা মাথায় শ্যাম্পু করা নির্দিষ্ট কোন নিয়ম নাই। এটি আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করে করতে হয়। বিশেষ করে শ্যাম্পু তখনই করা উচিত যখন চুল ও মাথার ত্বকে ময়লা জমে থাকে। তবে একটা নির্দিষ্ট সময়ে পরপর শ্যাম্পু করলে চুল ভালো থাকে।  চুলের যত্নে শ্যাম্পু করার পাশাপাশি তেল, কন্ডিশনার এবং অন্যান্য জিনিসও ব্যবহার করা যেতে পারে। অনেকে আছে চুলে প্রতিদিনে শ্যাম্পু করার কথা শুনে আতকে ওঠে। তবে এতে ভয় পাওয়ার কোন কারণ নাই। আপনার চুলে যদি প্রতিদিনই কাদাকর হয়ে ওঠে তাহলে প্রতিদিনই শ্যাম্পু করা যেতে পারে। এতে কোন ক্ষতি হবে না। 

৫. দেহের অবাঞ্ছিত লোম অপসারণ নিরাপদ উপায় কোনটি

দেহের লোম অপসারণ করার বেশ কয়েকটি উপায় রয়েছে। তবে আপনি কোন উপায়টি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার ত্বকের ধরন এবং লোম গজানো তীব্রতার ওপর। বিশেষ করে চোখে ভুরুর জন্য থ্রেডিং পদ্ধতি ভালো কাজ করে এবং হাত ও পায়ের জন্য ওয়াকিং সবচেয়ে ভালো পদ্ধতি। তবে আপনি যদি লেজার হেয়ার রিমুভাল পদ্ধতি ব্যবহার করেন তবে অভিজ্ঞ কোন কসমেটিক্স র্সাজনের সঙ্গে পরামর্শ করে করতে পারেন।

৬. কনসিলার প্রয়োগ করতে হয় কিভাবে

কনসিলার বিষয়টি বেশ কঠিন। যে কোন নারী একদিনে এটি প্রয়োগ করা শিখে যায় না। এছাড়াও কোন ধরনের কনসিলার ব্যবহার করছেন তাও একটি বিবেচ্য বিষয়। কেননা সব নারী কনসিলার ব্যবহার করেন না। যাদের ত্বকে কোন মার্ক বা দাগ থাকে তাদেরকে অবশ্যই কনসিলার ব্যবহার করতে হয়। আর এজন্য কনসিলার কেনার আগে অবশ্যই ক্রস চেক করে নিন। কেননা এটি আপনার ত্বকের টোনের সঙ্গে মানানসই কিনা এবং আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। বাজারে অনেক ধরনের কনসিলার কিনতে পাওয়া যায়। কোন কনসিলারটি আপনি ব্যবহার করবেন এটি আগে থেকে বিবেচনা করে নিন।

৭. ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর

আজকাল ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাটু করা। অনেকের মতে ট্যাটু করা শরীরের ত্বকের জন্য ক্ষতি। তবে সবার জন্য যে ট্যাটু ক্ষতিকর এমন নয়। যারা স্থায়ীভাবে গেছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন এর ফলে তাদের ত্বকের বেশ সমস্যা বেড়েছে। অর্থাৎ ট্যাটুতে ঝুঁকি আছে। তবে আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তবে আর যদি ট্যাটু করাতে হয়, তাহলে ভালো কোন পার্লার এবং ভালো কোন শিল্পীকে দিয়ে করাতে পারেন।

আরো পড়ুন  জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ এবং প্রতিকার https://www.sbdfoodtips.xyz/2023/03/Causes-and-treatment-of-cervical-cancer.html

৮. চুল কিভাবে দ্রুত গজানো যায়

সারাদিন চুলের সাথে নিষ্ঠুর সব আচরণ করে দিনশেষে এসে চুল কিভাবে দ্রুত গজানো সম্ভব তা নিয়ে গুগলের সার্চ করলে এর ফল মোটেও ভালো হয় না। চুল দ্রুত গজাতে চাইলে চুলকে অবশ্যই ভালো এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করাতে হবে। এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে চুলকে রক্ষা করতে হবে। বিশেষ করে চুল গজানোর যে কোন পদ্ধতি ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কেননা একদিনে এর কোন সমাধান হয় না। অনেকে আবার এই সময়ে চুল ছাটা বন্ধ করে দেয়। কিন্তু সময়মতো চুল ছাটা হলে তা চুলের বৃদ্ধির জন্য অনেক সহায়ক। 

৯. ফর্সা ত্বক পাওয়ার উপায় কি

নারীরা প্রায়ই ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিক্স কেনেন। যেমন পাউডার ফাউন্ডেশন এবং আরো নানা ধরনের প্রসাধনী। কিন্তু ত্বক ফর্সা হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবন যাপনে মূল চাবিকাঠি। এজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ফল ও জুস খেতে হবে।  ভারসাম্যপূর্ণ খাদ্য অভ্যাস মেনে চলতে হবে। এছাড়াও শরীরচর্চার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঘরোয়া দাওয়াই ব্যবহার করা যেতে পারে। এতে শরীরের ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

১০. ত্বকের ধরন নির্ণয় করব কিভাবে

 ত্বকের ধরন নির্ণয় করার সবথেকে ভালো এবং বিজ্ঞানসম্মত উপায় হল একটি মেডিকেল স্ক্রিন টেস্ট করানো। এক ঘন্টা পরও যদি আপনার মুখে তেল এবং মেদ থেকে খরিত  রস থাকে তাহলে আপনার ত্বক অবশ্যই তৈলাক্ত ত্বক। কিন্তু যদি কোন পরিবর্তন না দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার তখনও শুষ্ক ত্বক। এবং আপনার নাক এবং কপাল যদি কিছুটা চকচকে হয়ে ওঠে তাহলে আপনার ত্বক স্বাভাবিক ধরনের। তবে সবথেকে বেশি ভালো হবে আপনার ত্বক মেডিকেলে টেস্ট করালে।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement