শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্নপত্র সমাধান 2022Teacher Registration Exam Preparation & Question Paper Solution 2022.

 শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল( ২য়) পর্যায়ে প্রশ্নপত্র সমাধান ও প্রস্তুতি ২০২২.

https://www.sbdfoodtips.xyz/2022/09/2022teacher-registration-exam.html

 

শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিভিন্ন সালের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এবং প্রশ্নপত্র সমাধান করব। প্রথমেই বলে রাখি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দুই পর্যায়ে  হয়ে থাকে। এক স্কুল পর্যায়ে এবং দুই কলেজ পর্যায়ে। আজকে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ের প্রশ্ন সম্পর্কে। বিভিন্ন সালের প্রশ্নপত্র তুলে ধরব এবং সমাধান করব। তো আসল কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রশ্নের সমাধান করি।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় প্রশ্ন সমাধান!


01 ভাষার মূল উপাদান কোনটি? উত্তর ধনী।

02 কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? উত্তর সেমিকোলন

03 আমার বিষ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর অর্থের কুপ্রভাব

04 কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর তৎসম শব্দ বহুল

05 Man is the archited of has own life এর সঠিক অনুবাদ কোনটি হবে? উত্তর মানুষটা নিজ জীবনের স্থাপতি

06 In the good luck এর অর্থ কি? উত্তর শুভকামনা

07 প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সাধারণত কোন নিয়মে হয়ে থাকে? উত্তর সমীভবন

08 সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? উত্তর ধনী তত্ত্বে

09 অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তিটি প্রযোজ্য? উত্তর ০শুন্য

10 বিভক্তি যুক্ত শব্দকে কি বলা হয়ে থাকে? উত্তর পদ

11 কানাকানি শব্দটি কোন ধরনের বহুব্রীহি সমাস? উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস

12 চাঁদের সমার্থক শব্দ কি? উত্তর হিমাংশু

13 ওহী শব্দের সমার্থক শব্দ কি? উত্তর সাপ

14 খাতক এর বিপরীত শব্দ কি হবে? উত্তর মহাজন

15 ঠাকুর শব্দের লিঙ্গাক্টর কোনটি? উত্তর ঠাকুরানি

16 আমি তাকে উপহাস করিনি এর সঠিক ট্রানসলেশন কর। উত্তর  I did not laugh at him.

17 একটা ত্রিভুজের ভূমি যদি ৬ সেন্টিমিটার হয় এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর? উত্তর ১৫ বর্গ সেন্টিমিটার

18 অর্ধবৃত্তস্থ কোন সমান কত ডিগ্রী? উত্তর ৯০ ডিগ্রী

19 দুইটি সংখ্যার লসাগু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে ১২ ও ৬০ এবং ২৪৪৮ সংখ্যা দুটি কত হবে? উত্তর 144 ও ২০৪

20 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ? উত্তর=1/2(a+b)h

21    7,12,17,3,11,6,13,3 সংখ্যাগুলির গড় নির্ণয় কর উত্তর 9

22 ১২ জন শ্রমিক তিনদিনে ৭২০ টাকা আয় করে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কত দিন সময় লাগবে উত্তর চার দিন

23 ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? উত্তর ৩৫ ডিগ্রি

24 একটি ত্রিভুজের তিনটি কোণের সমানুপাত ৩ঃ৪ঃ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত হবে উত্তর ৪৫ ডিগ্রি

25 শফিক সাহেব ৫০০ টাকার তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলে 25/3% আরে তিনি সরল মুনাফায় কত টাকা পাবেন উত্তর ১২৫ টাকা

26 ৩২ এর দুই ভিত্তিক লগরিদম নির্ণয় কর উত্তর পাঁচ

27 বাংলাদেশের সব থেকে শীতলতম জেলা কোনটি? উত্তর দিনাজপুর

28 বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর মূসক

29 ২০১৮ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত ছিল?  উত্তর ৭২ বছর

30 স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান

31 আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘে যোগদান করেন? উত্তর 1974 সালে

32 ২০১৮ সালে ১৫৯ টি দেশের মধ্যে বাংলাদেশ মান উন্নয়ন সূচক কততম স্থানে ছিল? উত্তর ১৩৬ তম

33 আন্তর্জাতিক অর্থ তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? উত্তর ওয়াশিংটন ডিসি

34 রোহিঙ্গা মুসলিম নিধনে প্রধান নেতৃত্বকারী জেনারেল কে ছিলেন? উত্তর মং

35 বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত কোন দেশে? উত্তর বেলজিয়াম

36 প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশের কোন নদী? উত্তর হালদা

37 ২০১৯ সালে কোন দেশে বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ইংল্যান্ড

38 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন কয়টি রয়েছে? উত্তর চারটি

39 বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কত তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল? উত্তর ১১ই মে ২০১৮

40 নারী পুরুষের সমান অধিকার সংবিধানের কততম অনুচ্ছেদে বিষয়বস্তু? উত্তর ২৮(2)

41 বরিশাল জেলার প্রাচীন নাম কি ছিল? উত্তর চন্দ্রদীপ

42 ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ২০২০ সালে

43 বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধিনায়ক কে? উত্তর রাষ্ট্রপতি

44 শান্তিতে জুলিও কুড়ি পদক  পেয়েছিলেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

45 মনপুরা ৭০ মূলত এটি একটি চিত্র শিল্প

46 কত তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়? উত্তর ২৪ অক্টোবর

47 চিন ও ভারতের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন

48 কাবাডি কোন দেশের জাতীয় খেলা? উত্তর বাংলাদেশ

49 যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ তৈরিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? উত্তর ডায়নামো

50 দেশে বর্তমানে উপজেলা সংখ্যা মোট কতটি? উত্তর ৪৮৯টি

51 কোন জেলার সাথে বাংলাদেশের এবং ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? উত্তর রাঙ্গামাটি

 

https://www.sbdfoodtips.xyz/2022/09/2022teacher-registration-exam.html

 

52 হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু করা হয়েছিল কত সালে? উত্তর ১৮৫৬

53 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর ১৯১৩ সালে 

54 পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর চট্টগ্রাম

55 জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা কতটি ?উত্তর সাতটি

56 কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় ? উত্তর জাপান

57 ১৯৫২ সালে বাংলাদেশে কিসের জন্য ইতিহাসে বিখ্যাত? উত্তর ভাষা আন্দোলন

58 বিজ্ঞান জাদুঘর বাংলাদেশে কোথায় অবস্থিত? উত্তর ঢাকা আগরগাঁয়ে

59 সূর্যের কিরণ থেকে কোন প্রকার ভিটামিন পাওয়া যায়? উত্তর ভিটামিন ডি

60 বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? উত্তর পাঁচ জুন

61 বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর ভেড়ামারা

62 উপভাষা কোন সমাসের উদাহরণ? উত্তর অব্যয় ভাব সমাস

63 প্রমথ চৌধুরী কিসের প্রবর্তক ছিলেন? উত্তর বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক

64 শকুনি মামা এর অর্থ কি? উত্তর কোচক্রী লোক

65 তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর যৌগিক বাক্য

66 জল পড়ে পাতা নরে উক্তিটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মে শূন্য

67  জ্যোতি বা চিহ্ন বাংলায় কতটি রয়েছে? উত্তর বারটি

68 যা বলা হয়নি এক কথায় প্রকাশ কর? উত্তর আনুক্ত

69 কারক নির্ণয় করো অন্ধজনের দেহে আলো বাক্যে অন্ধ জন কোন কারকে কোন বিভক্তি? উত্তর সম্প্রদানে সপ্তমী

আরো পড়ুন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

  https://www.sbdfoodtips.xyz/2022/09/general-knowledge-about-padma-bridge.html

70 কোন শব্দের কোন স্ত্রী বাচক শব্দ হয় না? উত্তর কবিরাজ

71 A টু Z বাক্যে উক্তিটি কোন অর্থে ব্যবহার করা হয়ে থাকে? উত্তর সম্পূর্ণভাবে

72 ব্যাসবাক্য নির্ণয় কর রাজপথ? উত্তর পথের রাজা

73 বাড়ি বা রাস্তার নাম্বারের পাশে সাধারণত কোন চিহ্ন বসানো হয়ে থাকে? উত্তর কমা

74 বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দাও? উত্তর চৌচালা

75 আমার যাওয়া হয়নি বাক্যে আমার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্তায় ষষ্ঠী

76 দীপ্তি পাচ্ছে এমন এক কথায় প্রকাশ কর? উত্তর দীপ‌্যমান

77 দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ তাদের গসাগু চার হলে অপর সংখ্যা দুটি লসাগু কত হবে? উত্তর ১২০

78 বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথম কত তারিখে গঠিত হয়েছি?ল উত্তর 1971 সালে ১০ই এপ্রিল

79 বাংলাদেশের সবথেকে ছোট বিভাগ কোনটি? উত্তর ময়মনসিংহ এর আয়তন ১০ হাজার ৬৭৯ বর্গ কিলোমিটার ১৪ ই সেপ্টেম্বর ২০১৫ সালে মাত্র চারটি জেলা নিয়ে দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহ গঠন করা হয়েছিল এছাড়াও অন্য বিভাগগুলোর আয়তন এর থেকে বড় যেমন সিলেট বিভাগ ১২,৩৩৬ বর্গ কিলোমিটার খুলনা বিভাগ ২২ হাজার ২৮৪ কিলোমিটার বরিশাল বিভাগ ১,৩২৫ বর্গ কিলোমিটার এবং রংপুর বিভাগ ১৬,১৮৫ বর্গ কিলোমিটার।

80 কোন জাতিসত্তার সমাজের প্রধান হলেন মা? উত্তর গারো

81 প্রথম বাংলাদেশের মহিলা উপাচার্যের নাম কি? উত্তর ফারজানা ইসলাম

82 কোন দেশকে নিশিত সূর্যের দেশ বলা হয়? উত্তর নরওয়ে

83 বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা কত পারসেন্ট? উত্তর 1.37%

84 যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমানে কি নাম দেওয়া হয়েছে? উত্তর পরিবহন ও সেতু মন্ত্রণালয়

85 আন্তর্জাতিক মানবাধিকার দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? উত্তর ১০ই ডিসেম্বর

86 গুগল কোম্পানি আসলে কি? উত্তর সার্চ ইঞ্জিন

87 ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর সিসমোগ্রাফ

88 কাতারের সংবাদ সংস্থার নাম কি? উত্তর আল জাজিরা

89 বিশ্বকাপ ফুটবল ২১ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর রাশিয়ায়

90 ইবোলা ভাইরাস বিজ্ঞানীরা কত সালে সনাক্ত করেছিলেন? উত্তর ১৯৭৬ সালে

91 বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি ?এবং কোথায় অবস্থিত? উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী অবস্থিত

92 মানুষের শরীরের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? উত্তর  23 জোড়া

93 ঈশ্বরদী পাবনা কোন বিদ্যুৎ প্রকল্পে অবস্থিত? উত্তর রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

94 সিডর কি ? উত্তর ঘূর্ণিঝড়

95 ড্রোন কি? উত্তর একপ্রকার চালকবিহীন বিমান

96 ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? উত্তর জাপানের

97 বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? উত্তর এক ডিসেম্বর

98 ক্রোনা কোন দেশের মুদ্রার নাম? উত্তর সুইডেন

100 মাটির ময়না ছবি নির্মাণ করেন কে? উত্তর তারেক মাহমুদ

 বন্ধুরা আমাদের আজকের পৌষ্টটি এ পর্য়ন্ত্। আশাকরি সবার ভালোলাগছে।  কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement