বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান ও MCQ প্রশ্ন সমাধান General knowledge and MCQ question solutions about Bangabandhu Sheikh Mujibur Rahman.

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান! জেনে নিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী এবং MCQ প্রশ্ন সমাধান!

https://www.sbdfoodtips.xyz/2022/09/mcq-general-knowledge-and-mcq-question.html


আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান আলোচনা করব। যেগুলো চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান পোস্টটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক।

বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান 

01 কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম সংবিধানের স্বাক্ষর করেছিলেন? উত্তর ১৪ই ডিসেম্বর ১৯৭২ সালে

02 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? উত্তর ৬ ফেব্রুয়ারি ১৯ ৭২ সালে

03 ১০ অক্টোবর ১৯৭২ সালে কি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? উত্তর জুলিও কুরি

04 বাংলাদেশের সাধারণ নির্বাচনের তারিখ ৭ মার্চ ১৯৭৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঘোষণা করেন? উত্তর ৪ই নভেম্বর ১৯৭২

05 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন কারাগারে বন্দী ছিলেন? উত্তর মিয়ানুয়ালি কারাগার

06 ১৯৭১ সালে ২৬ শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পরিচালিত যে অভিযানটি করা হয়েছিল সেটি কি নামে পরিচিত ? উত্তর অপারেশন বিকবার্ড

07 বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কত তারিখে? উত্তর ১৯৬৪ সালের ২৫ শে সেপ্টেম্বর

08 স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর 130 টি দেশ

বঙ্গবন্ধুর রচিত বই প্রকাশ

09 বঙ্গবন্ধুর রচিত কতগুলো বই প্রকাশ পেয়েছে? উত্তর তিনটি অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা ও আমার দেখা নয়া চীন এই পর্যন্ত এই তিনটি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রকাশ পেয়েছে। এর ভিতর প্রথম বইটি প্রকাশ পায় অসমাপ্ত আত্মজীবনী ।প্রকাশিত হয়েছিল জুন ২০১২ সালে এবং অসমাপ্ত আত্মজীবনী বইটি ১৩ টি ভাষায় অনুবাদ করা হয়েছিল।  সর্বশেষ ইতালি ভাষায় প্রকাশ করা হয়েছিল। কারাগারের রোজনামচা বঙ্গবন্ধুর দ্বিতীয়  প্রকাশিত বই। এটি প্রকাশিত হয়েছিল ১৭ মার্চ ২০১৭ সালে। বইটি দুইটি ভাষায় অনুবাদ করা হয়েছিল ।অসমীয়া ভাষা এবং সৌমেন ভাষা। বঙ্গবন্ধুর সর্বশেষ প্রকাশিত বইটির নাম হল আমার দেখা নয়া চীন। এটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি বইমেলা ২০২০ সালে।

10 বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বইটি লিখেছিলেন তার নাম হলো? উত্তর শেখ মুজিব আমার পিতা

11 বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি লিখেছিলেন এবিএম মুসা

12 বঙ্গবন্ধুকে তার স্বপরিবারসহ হত্যা করেছিল কত তারিখে? উত্তর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যে কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়

13 বঙ্গবন্ধুর হত্যাকারীর আদালতে বিচার শুরু করা হয়েছিল কত তারিখে? উত্তর ২২ মার্চ ১৯৯৭ এবং বিচার শেষ হয় ২০১০ সালের ২৭ শে জানুয়ারি এবং হত্যাকারীদের মধ্যে ছয়জনের ফাঁসি দেওয়া হয়েছিল

14 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কত? উত্তর ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন

15 বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয়েছিল কোন স্কুল থেকে? উত্তর গোপালগঞ্জের ভিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে এবং গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ১৯৪২ সালে তিনি মেট্রিক পাশ করেন।

16 বঙ্গবন্ধু বিএ পাস করেন কত সালে এবং কোন কলেজ থেকে? উত্তর ১৯৪৭ সালের কলকাতা ইসলামিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করেন

বঙ্গবন্ধুর শিক্ষা জিবনী

17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর আইন বিভাগের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ নিয়ে পড়াশোনা করতেন এবং তিনি 1949 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়েছিল কলেজ থেকে

18 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কারা ভোগ করেন কত সালে? উত্তর 1939 সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করায় সর্বপ্রথম তাকে কারা ভোগ করতে হয়েছে।

19 আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কি পদ পেয়েছিলেন? উত্তর যুগ্ম সম্পাদক

20 যুক্তফ্রন্ট নির্বাচন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসনের বিজয়ী হয়েছিলেন? উত্তর গোপালগঞ্জ আসনে

21 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেছিলেন? উত্তর 23 মার্চ 1966 সালে

22 বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? উত্তর 6 দফা

23 শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? উত্তর 1969 সালে 23 শে ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এবং এটি আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়।

24 ঢাকা রেসকোর্স ময়দান এখন কি নামে পরিচিত? উত্তর সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত

বঙ্গবন্ধুর আন্দলন

25 ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এর মূল বক্তব্য কী ছিল? উত্তর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

28 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কত তারিখে? উত্তর ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ শে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এর পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়।

29 অস্থায়ী সরকার গঠন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি পদে ছিল? উত্তর রাষ্ট্রপতি

30 বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিলেন? উত্তর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেমেয়ে মোট পাঁচজন তিন ছেলে এবং দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা ও শেখ জামাল শেখ রাসেল শেখ কামাল

https://www.sbdfoodtips.xyz/2022/09/mcq-general-knowledge-and-mcq-question.html

 

31 মুজিব বর্ষ কি ?উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী জন্ম ১৭ ই মার্চ ১৯২০ এবং মুজিব বর্ষের সময় কাল ১৭মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ মুজিব বর্ষ ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

32 মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন কে এবং কত তারিখে? উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ই জানুয়ারি ২০২০ সালে এবং এটি উদ্বোধন করা হয় ১৭ই মার্চ ২০২০ জাতীয় প্যারেড স্কয়ারে

33 মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চারটি সারকমুদ্রা প্রকাশ করেছিলেন একটি স্বর্ণ মুদ্রা একটি স্মারক মুদ্রা ১০০ টাকার মূল্য মানের একটি স্মারক নোট ও ২০০ টাকার মূল্যবান এর স্মারক নোট।

34 যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দাবি পেয়েছিলেন? উত্তর কৃষি সমবায়ক পল্লী উন্নয়ন মন্ত্রণালয়

35 আগরতলা ষড়যন্ত্র মামলার কি নাম দেয়া হয়েছিল? উত্তর রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য

36 আগরতলা ষড়যন্ত্রের মোট আসামি ছিল 35 জন।

37 মজিব বর্ষের লোগো ডিজাইনার এর নাম কি? উত্তর সভ্যসাচী হাজরা

38 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জাতির জনক উপাধিতে ভূষিত হন? উত্তর ৩মার্চ ১৯৭১ সালে উপাধি দিয়েছিলেন আ,স,ম ও আব্দুর রব।

39 বজ্রকন্ঠ নামে বেতার কেন্দ্রে কি প্রচারিত হতো? উত্তর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।

40 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন।

41 কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে জড়িয়ে পড়ে? উত্তর 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়াশোনা চলাকালীন সময়ে

42 কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর ১৯৪৮ সালের ৪ই জানুয়ারি

43 লন্ডনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে কার সাক্ষাৎকার হয়েছিল? উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডোয়ার্ড হিতের সঙ্গে ৯ জানুয়ারি ১৯৭২ সালে

44 লন্ডন থেকে ফেরার পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় যাত্রা বিরতি করেছিলেন? উত্তর ভারতের দিল্লিতে

45 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কতটি দেশ ঘুরে বাংলাদেশে আসেন? উত্তর দুইটি ইংল্যান্ড ও ভারত

 

আরো পড়ুন ‌বি‌সিএস (BCS) প্রশ্ন সমাধান। ‌‌বি‌সিএস প্রি‌লিমিনা‌রি টেষ্ট! বি‌সিএস প‌রিক্ষার জন‌্য প্রস্তু‌তি সম্পর্কে https://www.sbdfoodtips.xyz/2022/09/bcs-bcs-preparation-and-question-paper.html

 

46 জয় মুজিবুর কবিতাটি কে লিখেছিলেন? উত্তর অন্নদাশঙ্কর রায়

47 বঙ্গবন্ধু কবিতার রচয়িতা কে? উত্তর জসীমউদ্দিন

48 বঙ্গবন্ধু কবিতাটি কবি জসীমউদ্দীন কত সালে রচনা করেছিলেন? উত্তর 16 ই মার্চ 1971 সালে

49 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তান সরকার কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিলেন? উত্তর ৮ই জানুয়ারি ১৯৬২ সালে

50 ৭ ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি দাবি উপস্থাপন করেছিলেন? উত্তর চারটি 

 Disclaimer

বিঃদ্রঃ প্রতিটা প্রশ্ন বিভিন্ন গ্রন্থ পত্রিকা এবং নেট থেকে সংগ্রহ করা হয়েছে। কোন ভূলতথ্য এন্ট্রি হলে সংসোধনযোগ্য। 

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement