এস এস সি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ Bad news for SSC candidates.

 ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ শোনালেন শিক্ষামন্ত্রী!

Bad news for SSC candidates

 


২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী দের জন্য একটি দুঃসংবাদ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে । যে বিষয়ে নিয়ে আমরা আজ কথা বলব। মূলত এ বছরও অন্যান্য বছরের মতো এসএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছিল স্বাভাবিক নিয়মের মধ্য থেকে। যদিও গত ১৯ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় এসে তা বাতিল ঘোষণা করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় সিলেটের বন্যার কারণে। শেষে গত ১৫ সেপ্টেম্বর পরীক্ষায় শুরু করা হয়েছিল। ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের দেশের কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে এসএসসি পরীক্ষার্থীরা একটু হলেও বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘূর্ণিঝড় আবহাওয়া অধিদপ্তরের।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি জনসাধারণ ও পরীক্ষার্থীর উদ্দেশ্যে জানিয়েছেন যে, চলতি বছরের এসএসসি পরীক্ষা সাধারণ নিয়মে আয়োজন করা হবে। শুধুমাত্র যে সকল এলাকায় বন্যা হবে শুধুমাত্র সে এলাকার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হবে। অথবা যদি পাঁচটি বিভাগে হয়ে থাকে তাহলে কয়েকটি পরীক্ষা অবশ্য ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জানান যে, শিক্ষা মন্ত্রণালয় কোন কিছু এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিয়ে পারেনি। যদি খারাপ হয় তখন হয়তো বা নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলবে।

এছাড়াও আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন যে ঘূর্ণিঝড় ভারতের উপর দিয়ে বেশিরভাগ অংশটা চলে যেতে পারে। তবে বাংলাদেশ অবশ্যই ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে রয়েছে। এই বিষয়টা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদি সাগরের লঘু চাপ এর  মাধ্যমে বৃষ্টি শেষ হয়ে যায় তাহলে হয়তো তেমন কোন সমস্যা নাও হতে পারে। তাই সকল এসএসসি শিক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে কোন দুশ্চিন্তা যেন না করে এই কথা বলা হয়েছে।

Bad news for SSC candidates

 

এছাড়াও চলতি বছরে ২০২২ এ গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ১ অক্টোবর উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেক পরীক্ষার্থীর জানার আগ্রহ ছিল যে, পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে বলা যেতে পারে পরীক্ষা শেষ করে পরবর্তীতে কবে এসএসসি পরীক্ষার রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তা নির্ভর করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা সফল হওয়ার উপর। যদি প্রাকৃতিক কোন বিপর্যয় না আসে এবং রুটিন মাফিক সকল পরীক্ষা শেষ হয় তবে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তবে অন্য দিক থেকেও বিবেচনা করা যেতে পারে।

 মূলত রেজাল্ট প্রকাশের জন্য কয়েকটি আনুষ্ঠানিক পর্ব রয়েছে। যার ভেতর গুরুত্বপূর্ণ হলো রেজাল্ট তৈরি করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেজাল্ট প্রকাশ করা। এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ে রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং এগুলোর ওপর ভিত্তি করে।

তবে শিক্ষা মন্ত্রণালয় এর নিয়ম অনুযায়ী একাধিক গণমাধ্যমকে জানানো হয়েছে যে, এসএসসি পরীক্ষা শেষ করার পরবর্তী ৬০ দিনের ভিতর রেজাল্ট প্রকাশ করা হবে। সেই হিসাবে আগামী ডিসেম্বর মাসের শেষে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তবে তারিখ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় জানায় শনিবার ও শুক্রবার বাদে প্রধানমন্ত্রী যেদিন সময় দিবে সেদিনই রেজাল্ট প্রকাশ করা হবে।

Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement