বিসিএস (BCS) প্রশ্ন সমাধান। বিসিএস প্রিলিমিনারি টেষ্ট! বিসিএস পরিক্ষার জন্য প্রস্তুতি!
আজকে আমরা আলোচনা করবো বি সি এস (BCS) প্রশ্ন পত্র সম্পর্কে। প্রশ্ন পত্রের সমাধান সহ সকল প্রকার নিয়ম কারন সম্পর্কে।
বিসিএস (BCS) পরিক্ষা সাধারন্ত 200 মার্কের হয়ে থাকে। এসসিকিউ প্রশ্ন করা হয়। প্রতিটা প্রশ্নের মান 01 নম্বর করে দেয়া হয়। তবে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 নম্বর করে কেটে নেয়া হয়। এবং সময় ধার্য করা হয় 2 ঘন্টা।
নিচে বিভিন্ন সালের বিসিএস (BCS) পরিক্ষার প্রশ্নও সমাধান দেয়া হলো।
01 একটি সুপরিবাহী পদার্থের Valence Band এবং conduction band ওভারল্যাপ থাকে।
02 ধারালো যন্তপাতি জীবানুমুক্ত করার ভালো পদ্ধতি হলো ক্যামিক্যাল স্টেরিলাইজেশন।
03 ফটোগ্রাফিক প্লেটে আবরন থাকে ব্রোমাইডের।
04 সাবানের আয়ানিক গ্রুপ হলো Coo-Na+
05 বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ধিদের নাইট্রজেন খাদ্য বৃদ্ধিপায়।
06 ফলিক এসিডের অন্য নাম হলো ভিটামিন বি9
07 যে কারনে শৈশবে অন্ধত্ব হতে পরে তা হলো হাম।
08 পরম শুন্য তাপমাত্রা হলো 0ডিগ্রি কেলভিন।
09 কেপলার - 452 হলো পৃথিবীর মত একটি গ্রহ।
10 আদর্শ ভোল্টেজ এর অভ্যন্তরিন রোধ হলো শুন্য।
11 ইতরবিশেষ বলতে বোঝায় পার্থক্য।
12 অর্ধচন্দ্র কথাটির অর্থ হলো গলাধাক্কা দেয়া।
13 হরতাল ভাষাটি গুজরাটি ভাষা থেকে আগত শদ্ব।
13 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত হলো গো + অক্ষ= গবাক্ষ।
14 চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হলো আরেফ আলী।
15 মরন রে তুঁহু মম শ্যাম সমান এর রচয়িতা হলেন রবীন্দনাথ ঠাঁকুর।
16 জিগীষার সম্প্রসারিত প্রকাশ হলো জয় করিবার ইচ্ছা।
17 ধুলি একটি ততসম শদ্ব।
18 আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবর রহমান।
19 ছেলেটি চঞ্চল তবে মেধাবি এটি একটি যৌগিক বাক্য।
20 যথারীতি অব্যায়ীভাব সমাসের দৃষ্টান্ত।
21 মৃত্তিকা দিয়ে তৈরী কথাটি সংকোচন করলে হবে মৃন্যায়।
22 বাঙালী ও বাঙলা সাহিত্য গ্রন্থটি রচনা করেন আহমদ শরীফ।
23 মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃনালিনী উপন্যাসের চরিত্র।
24 চন্ডীমঙ্গল কাব্যের উপাস্য চন্ডী শিবের স্ত্রী।
25 শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়ে ছিলো গোয়ালঘর থেকে।
26 বিদ্যাপতি মুলত মৈথলি ভাষার কবি ছিলেন।
27 ব্যাক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবিন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত।
28 সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে উক্তিটি কামিনী রায়এর।
29 আমার সন্তান যেনো থাকে দুধেভাতে এই মন্বোঞ্ছাটি ঈশ্বরী পাটুনীর।
30 বুদ্ধির মুক্তির সাথে জড়িত ছিলেন এস ওয়াজেদ আলি।
31 খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর জীবন আমার বোন উপন্যাসের চরিত্র।
32 সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক হলো বহিপীর।
33 মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি উপন্যাস।
34 কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? উত্তর তিউনিশিয়া।
35 রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে।
36 আরব রাষ্ট্র ক্যাম্প চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে জর্দান ও মিশর।
37 নেকড়ে যোদ্ধার কূটনীতি চীন দেশের সাথে সংশ্লিষ্ট।
38 মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউইয়র্কে।
39 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ দুই বছর সময়ের জন্য।
40 আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
41 গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে ? উত্তর প্রাচীন গ্রিস
42 তাস খন্ড চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর পাকিস্তান ও ভারত
43 বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? উত্তর ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত
44 ২০২২ সালে কোন দেশে জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? উত্তর বাংলাদেশ
45 প্রথাগত ভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? উত্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
46 ৫ ৭ ১০ ১৪.................. ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? উত্তর ১৯
47 P এবং Q দুই ভাই R এবং S দুই বোন P ছেলে হল S এর ভাই তাহলে Q হল R এর উত্তর চাচা
48 স্টেপুলার এর সাথে যেমন স্টেপল সুচ এর সাথে তেমন উত্তর ছিদ্র
49 কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়? উত্তর Why
50 বাংলাদেশের সংবিধানের রক্ষক হল সুপ্রিম কোর্ট।
51 আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী।
52 বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হল পুন্ড্রু।
53 বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ।
54 কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? উত্তর মুসলিম শাসকদের আমলে
55 বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান।
56 কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন? উত্তর সিয়েরা লিওন।
57 ধুমকেতু পত্রিকা টির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বানি পাঠিয়েছিলেন।
58 বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? উত্তর চারটি
59 চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেছিলেন? উত্তর ফা হিয়েন।
60 বঙ্গভঙ্গের কারণে পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশটি সৃষ্টি হয়েছিল।
61 এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে এই ঘোষণা দিয়েছিলেন?উত্তর ৭ই মার্চ ১৯৭১ সালে
62 জুম চাষ বাংলাদেশের কোথায় করা হয়? উত্তর বান্দরবান
63 বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি চা বাগান রয়েছে অর্থাৎ কোন জেলাতে সবচেয়ে বেশি চা এর চাষ করা হয় ? উত্তর মৌলভীবাজার
64 কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? উত্তর ৪৪
65 বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক।
66 ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের ৪১ নাম্বার অনুচ্ছেদে অন্তর্ভুক্ত।
67 বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
68 বাংলাদেশের জিডিপি তে কোন খাতের অবদান সব থেকে বেশি? উত্তর সেবা খাত
69 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছিল? উত্তর ১৭৫ জন
70 মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
71 ২০২০ থেকে ২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিহার ছিল 6.94%
72 বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল? উত্তর এক জুলাই ২০১৫
73 বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কি ধরনের স্যাটেলাইট হবে? উত্তর কমিউনিকাশন স্যাটেলাইট
74 ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয় উত্তর ১৭ নভেম্বর ১৯৯৯
75 অবিরাম শব্দের অর্থ কি? উত্তর বিরামহীন
76 বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর খেলনা
77 জোসনা কোন শ্রেণীর শব্দ? উত্তর অর্ধ তৎসম
78 বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
আরো পড়ুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে https://www.sbdfoodtips.xyz/2022/09/teacher-registration-exam-preparation.html
79 একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর একটি মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস।
80 কালো বরফ উপন্যাসটির বিষয় কি? উত্তর দেশভাগ
81 ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৬৪
82 জীবনস্মৃতি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের
83 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
84 সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি, চরণ দুটি রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার।
85 চর্যাপদে কোন ধর্মমতের প্রাধান্য আছে? উত্তর বৌদ্ধ ধর্মের
86 শরতের শিশির বাগধারাটির অর্থ কি? উত্তর সুসময়ের বন্ধু
87 শিবরাত্রি সলতে বাগধারাটির অর্থ হল একমাত্র সন্তান।
88 জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। তিনি সর্বপ্রথম শ্রীচৈতন্যদেব কে নিয়ে প্রথম জীবনী কাব্য লেখেন।
89 বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পৃক্ত? উত্তর ব্রজবুলি ভাষা।
90 যাদের দেখেছি ঠাকুরবাড়ি রাঙিনায় রচনাটি জসিম উদ্দিনের।
91 কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না প্রতিটি বঙ্কিমের রাজ সিংহ উপন্যাসের।
92 ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত বিশেষ ছিলেন অক্ষয় কুমার দত্ত।
93 বৃদ্ধই কবিতাটি 1921 সালে প্রথম প্রকাশিত হয়।
94 আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক।
95 একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি রচয়িতা হলেন আলতাফ মাহমুদ।
96 বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক।
97 গির্জা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
98 জাতিসংঘের কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈষয়িক ঘটনার ঐতিহাসিক নীতি গ্রহণ করা হয়েছিল উত্তর 1948 সালে।
99 দ্যা আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন।
100 শ্রীলংকার কোন সমুদ্র বন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিস্ট দেওয়া হয়েছে? উত্তর হাম্বানটোটা
তো বন্ধুরা এই ছিলা আমাদের আজকের বিসিএস প্রস্তুতি সম্পর্কে প্রতিবেদন। এখানে বিভিন্ন সালের প্রশ্নপত্র উল্লেখ করা হয়েছে এবং প্রশ্নপত্র সমাধান দেয়া হয়েছে। আশাকরি আপনাদের লেখাটি একটু হলেও উপকারে আসছে। ভালো লাগলে অবশ্বই কমেন্ট করে যানাবেন। এতোক্ষন কষ্ট করে লেলখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

