নিজেকে স্মার্ট দেখানোর কৌশল, যেভাবে নিজেকে স্মার্ট করবেন!
নিজের ব্যক্তিত্বের মাঝে নিজেকে স্মার্ট করার স্বপ্ন কে না দেখে? প্রতিটা মানুষই চায় নিজেকে সবার সামনে স্মার্ট করে তুলে ধরতে। কেননা স্মার্ট মানুষদের সবাই পছন্দ করে। তবে স্মার্ট মানে এই না যে, নিজের বাহ্যিক দিকটাকে ফুটিয়ে তোলা অথবা জাঁকজমকপূর্ণ পোশাক পরা। বরং স্মার্ট মানে হল নিজের আচরণ, কথাবার্তা, বিহেভিয়ার একপ্রকার কৌশল অবলম্বন করা। যাতে পারিপার্শ্বিক সকলেই আপনার ব্যক্তিত্বের ইতিবাচক মনোভাব প্রকাশ করে। সবাই আপনাকে গুরুত্ব দেয়।
মনস্তাত্ত্বিক এই স্মার্টনেসের বেশ কিছু কৌশল আছে। যেগুলো অবলম্বন করলে নিজেকে অন্যের সামনে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় খুব সহজেই। আসুন জেনেনিই নিজেকে স্মার্টনেস করার জন্য সেই অভাবনীয় কৌশল গুলো।
সবার সামেনে নিজেকে স্মার্ট করার কার্যকরী কয়েকটি টিপস !
প্রশংসা করতে শিখুন!
কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য এবং তার মনে জায়গা নেওয়ার জন্য সবচেয়ে সহজ যে কাজটি তা হল সেই মানুষটির প্রশংসা করা। সে যতই খারাপ প্রবৃত্তির হোক না কেন তার সব খারাপের ভিতর ভালো দিকগুলোই তার সামনে উপস্থাপন করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রশংসা যেন কৌতুক মিশ্রিত না হয়।
রাগ দেখালেন তো হেরে গেলেন!
রাগের সময় নিজেকে সংযত রাখার মত শক্তি আর কিছুতে প্রয়োজন হয় না। আপনার উপরে কেউ রাগ করছে! কোন কথা বাড়াবেন না। একদম চুপ হয়ে যান। এর ফলে হয়তো সে ব্যক্তি আরো রেগে যাবে ঠিকই তবে পরবর্তী সময় সে নিজেই লজ্জিত বোধ করবে আপনার সামনে। কিন্তু আপনি রাগের সময় যদি থাকে ভালো উপদেশও দেন তবুও সেটি আরো বেশি রাগের কারণ হয়ে দাঁডাবে। সুতরাং রাগের সময় অবশ্যই নিজেকে সংযত করুন। এতে আপনার ব্যক্তিত্ব ইতিবাচক মনোভাব প্রকাশ করবে।
মানুষ সর্বদা সৌন্দর্যের পূজারী হয়ে থাকে!
একটা মানুষ তখনই সব থেকে বেশি আকর্ষণীয় বা সুন্দর মনোবৃদ্ধির হয়ে থাকে যখন সে নিজের ফ্যাশান অথবা নিজের ভালোলাগা সম্পর্কে কথা বলতে থাকে। একটা মানুষের আসল সৌন্দর্য দেখার সব থেকে ভালো সময় হলো এইটা। সুতরাং আপনি যার সাথে কথা বলছেন তাকে এই সময়টা দিন। এবং তার সৌন্দর্যটা নিজের ভিতর অনুধাবন করুন।
মানুষ সর্বদাই অনুকরণ প্রিয় হয়ে থাকে!
যদি মনে হয় কেউ আপনাকে দূর থেকে দেখছে, তাহলে আপনি আপনার আশেপাশের কোন একটা নির্দিষ্ট বস্তুর দিকে লক্ষ্য দিন। হতে পারে দেয়ালে লাগানো কোন ঘড়ি বা নিজের হাতঘড়ির দিকে তাকান। দেখবেন সেই ব্যক্তিটাও আপনার অনুকরণ করছে। এটাও হতে পারে মানুষের সামনে নিজের স্মার্টনেস ফুটিয়ে তোলার একটা কৌশল।
আরো পড়ুন শোবার সাথে সাথে ঘুমিয়ে পড়ার উপায় https://www.sbdfoodtips.xyz/2022/10/how-to-fall-asleep-as-soon-as-you-go-to.html
অবশ্যই সাহায্যের বিনিময়ে সাহায্য করুন!
কেউ আপনার কাছে সাহায্য চাইলে অবশ্যই তাকে যথাসাধ্য সাহায্য করুন। এর ফলে সেই ব্যক্তি আপনার উপর যেমন ভরসা পাবে তেমনি পরবর্তীতেও আপনাকে সে সাহায্য করার রাস্তা খুঁজবে। যার কারনে সবচেয়ে বেশি লাভটা আপনারই হবে।
ভনিতা করা উচিত নয়!
এমনও হয় অনেক সময় আপনাকে কেউ কোন প্রশ্ন করলে আপনি সেটা বুঝতেই পারলেন না। এমন পরিস্থিতিতে আপনি একটা কাজ করতে পারেন। এমন অবস্থাতে আপনি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত তার কোন প্রতিক্রিয়া না দেখা যায়। এর কারনে ওই ব্যক্তিটি তার প্রশ্ন আরো বিস্তারিতভাবে আলোচনা করবে। তবে কখনোই এ বিষয়ে আপনার কোন ধারণা নাই এটা তাকে বুঝতে দিবেন না।
মন ভুলানো যখন কাজে দেয়!
রাস্তায় একসাথে কয়েকজন চলতে চলতে নিজের ব্যাগটা অন্য একজনকে ধরতে বলবেন! কিন্তু বলতে পারছেন না লজ্জায়? এক্ষেত্রে আপনি গল্প করতে পারেন। এবং গল্প করার একপর্যায়ে আপনার ব্যাগটি তাদের হাতে দিয়ে দিন। দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই তারাও কোনো কথা না বলে ব্যাগটি নিয়ে নিবে।
বন্ধুরা এই ছিল আমাদের আজকের নিজেকে স্মার্টনেস করার কয়েকটি প্রয়োজনীয় টিপস। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

