আপনার মাথায় কী চুল পাকতে শুরু করছে? তাহলে সপ্তাহে একবার হলেও এই কাজগুলো করুন!,What hair is starting to fall on your head? Then do these things at least once a week.

চুল পাকা বন্ধ করার উপায় অথবা যেভাবে চুল পাকা প্রতিরোধ করবেন!

https://www.sbdfoodtips.xyz/2022/10/what-hair-is-starting-to-fall-on-your.html


চুল শরীরে একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের সৌন্দর্যের একটি বিরাট ভূমিকা পালন করে চুল। তাই প্রত্যেকের কাছেই চুল খুবই মূল্যবান একটি জিনিস। আমরা সবাই আমাদের ইচ্ছে অনুযায়ী চুলে কাটিং, হেয়ার স্টাইল করে থাকি। যদিও চুলে বেশ কিছু সমস্যা হয়ে থাকে, তারপরও আমরা সবাই চুলে কম বেশি যত্ন নিয়ে থাকি। অন্যান্য সব সমস্যাগুলি সমাধান করা গেলেও চুল পাকতে শুরু করলে এটি খুবই বিরক্তিকর একটি বিষয় হয়ে ওঠে। চুল পাকা এটি সহজে বন্ধ করা যায় না। আবার এটি দেখতেও অনেক খারাপ লাগে। তাই আমাদের আজকের প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনার চুল পাকা বন্ধ করতে পারেন সে সম্পর্কে।

কাজের চাপ, প্রদূষণ,পর্যাপ্ত ঘুমের অভাবে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন শরীরের ত্বক কুঁচকে যায় বা ঘুচায়ে যায়। হজমে গড়বড় সমস্যা দেখা দেয়। যা থেকে পেটের সমস্যা শুরু হয়। চুল ঝরে পড়ে এবং প্রাপ্ত বয়স হওয়ার আগেই চুল পাকতে শুরু করে। এসব সমস্যাগুলো বর্তমানে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিটা মানুষের চুল ঘন এবং কালো হলেই তবে তার সৌন্দর্য বৃদ্ধি পায়।

চুল পাকার কারণ!

চিকিৎসা বিজ্ঞানীদের মতে সাধারণত বয়স, দুর্বল জীবন যাপন, খাদ্য অভ্যাসের অনিয়ম, জেনেটিক এবং যেকোন চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চুল পাকতে শুরু করে। একই সঙ্গে কিছু রাসায়নিক পণ্য ব্যবহারের ফলেও চুল পাকতে পারে। এমন অবস্থায় আপনার মাথায় যদি সাদা চুল দেখতে পান তবে বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে। যা ব্যবহার করে আপনি চুল পাকা বন্ধ করতে পারেন। চুল কালো করার পাশাপাশি এই জিনিসগুলো আপনার চুলকে নরম, কোমল, ঘন, লম্বা এবং সিল্কি হতে সাহায্য করবে। চলুন জেনে নেয়া যাক চুল পাকা প্রতিরোধে ঘরোয়া টিপসগুল।
 
https://www.sbdfoodtips.xyz/2022/10/what-hair-is-starting-to-fall-on-your.html

মাথার চুল পাকলে করণীয়!

আমলকি

আমলকি চুলের জন্য দীর্ঘস্থায়ী অনেক গুরুত্বপূর্ণ একটি ফল। এটি ব্যবহারের ফলে শুধু চুলকে মজবুত করে তা না বরং চুলকে কালো এবং সিল্কি করতে সাহায্য করে। আমলকি চুলে লাগানোর জন্য তিন থেকে চারটি আমলকি ছোট ছোট করে কেটে এক কাপ জলে ফুটাতে হবে। কিছুক্ষন ফুটানোর পর এই মিশ্রণটি ঠান্ডা করে চুলে লাগাতে পারেন। আপনি সপ্তাহে অন্তত এক থেকে দুইবার এই কাজটি করতে পারেন। এতে আপনার যেমন চুল পাকা বন্ধ হবে তেমনি আপনার চুল কালো এবং সিল্কি হবে।
 
আরো পড়ুন রুক্ষ ও কোঁকড়া চুল সোজা করতে যা করবেন https://www.sbdfoodtips.xyz/2022/10/what-to-do-to-straighten-rough-and.html

কারি পাতা

কারি পাতা অনেকেরই পরিচিত একটা পাতা। এটি শুধু মানুষের সুস্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয় না, এটি মাথায় ও লাগাতে পারেন। কারণ এটি চুলের জন্য খুবই উপকারী। কারি পাতা লাগাতে ১৫ থেকে ২০টি কারিপাতা নিন এবং সেগুলি দেড় কাপ নারিকেল তেলের সাথে সেদ্ধ করে নিন। তেলের ভিতর কারি পাতাগুলো কালো হয়ে আসলে তাপ দেয়া বন্ধ করে তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিন। তারপর চুলের গোড়া থেকে চুলের শেষ অংশ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে অন্তত এক ঘন্টা আপনার মাথায় লাগিয়ে রাখুন। এবং তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পাকা বন্ধ হবে এবং চুল গোড়া থেকে শক্ত এবং মজবুত হবে। এই কাজটিও আপনি সপ্তাহে এক থেকে দুই দিন করতে পারেন। এতে আপনার চুলের অনেক উপকার হবে।

ভৃঙ্গরাজ

প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ভৃঙ্গরাজ এর ব্যবহার বর্ণিত আছে। চুলে ভৃঙ্গরাজ তেল অথবা ভৃঙ্গরাজ পাউডার অত্যন্ত উপকার দেয়। বৃঙ্গরাজের তেল সরাসরি মাথায় লাগাতে পারেন। অথবা ভৃঙ্গরাজ পাউডারে জল মিশিয়ে পেস্ট তৈরি করেও এটি মাথায় লাগাতে পারেন। এটি মাথায় লাগানোর ৪৫ থেকে ৫০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি খুব উপকারী।

ব্লাক কফি

কফি সবারই খুব প্রিয় একটি পানীয়। অনেকেই জানে না যে কালো কপি ব্যবহার করলে চুলের জন্য খুব উপকারে আসে। ব্লাক কফির ব্যবহার খুবই সহজ। এটি ব্যবহারে চুলকে মজবুত এবং সাদা চুলকে কালো করতে বিশেষ কার্যকরী। দুই থেকে তিন কাপ কফি পাউডার চার থেকে পাঁচ কাপ জলে মিশিয়ে নিন। তারপর এই জল ফুটিয়ে নিন। এটি চুলে ৩০ মিনিটের মতো রাখতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের ফলে সাদা চুল কালো হতে শুরু করে। চুল পাকা সমস্যায় আপনি সপ্তাহে অন্তত একবার এই কাজটি করতে পারেন।

ঘৃতকুমারী

যদি আপনার চুল পাকতে শুরু করে তবে আপনি সপ্তাহে একবার হলেও এলোভেরা জেল লাগাতে পারেন। এর জন্য আপনাকে এলোভেরার একটি তাজা পাতা নিয়ে এক কাপের সমান অ্যালোভেরার পাল্প বের করে নিন। এবং এটি মাথা থেকে গোড়া পর্যন্ত চুলে ভালো করে লাগিয়ে ঘন্টাখানেক রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন। এটি ব্যবহারের ফলে আপনার চুল পাকা বন্ধ হবে সাথে চুল সিল্কিও চকচকে হবে।

বন্ধুরা আমাদের আজকের পোস্টটির পর্যন্তই। আশা করি চুল পাকা প্রতিরোধে করণীয় সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post

Advertisement

Advertisement