জেনে নিন মোবাইলের স্ক্রিন কতটা অস্বাস্থ্যকর, টয়লেটের থেকে ও বেশি জীবাণু বাস করে মোবাইলের স্ক্রিনে!
মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বস্তু। ছোট বড় আজকাল সবাই মোবাইল ফোন ব্যবহার করে। সময় কাটানো, বিনোদন, সামাজিক যোগাযোগ, গেম খেলা, সহ সব কাজ মোবাইল ফোন দিয়ে করা হয়। একটা মানুষ সব থেকে বেশি সময় মোবাইল ফোনকেই দিয়ে থাকে। কিন্তু আপনি জানেন কি? একটা মোবাইল ফোন কতটা ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে। আপনি জানলে অবাক হবেন যে, টয়লেটের চেয়েও বেশি জীবাণু বসবাস করে মোবাইলে স্ক্রিনে। সম্প্রতির বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন যে, নতুন তিন প্রজাতির অণুবীক্ষণ জীব বাস করে এই মোবাইলের স্ক্রিনে। তথ্যটি যথেষ্ট উদ্বেগ জনক ভাবে ভাইরাল হয়েছিল। আর এর হাত ধরেই কড়া নেড়েছিল নতুন বিপদের। এই চাঞ্চল্যকর তথ্যটি ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সর বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছিল।
জেনে নিন মোবাইলের স্ক্রিনে কোন ধরনের জীবাণু থাকে!
মোবাইল ফোনে সাধারণত তিন ধরনের জীবাণু বেড়ে ওঠে। বিশেষ করে ব্যাকটেরিয়া, ও ফঙ্গাস জাতীয়। প্রায় ৩০ টি মোবাইল থেকেই নমুনা সংগ্রহ করেছিল বিজ্ঞানীরা। তা থেকে ৫১৫ রকম ব্যাকটেরিয়া ও ২৮ রকমের আলাদা আলাদা ফাঙ্গাস এর সন্ধান পান তারা। আধুনিক গবেষণায় প্রমাণ করেছেন যে, জিবাণু সংক্রমনের ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেট গুলি একেবারে আদর্শ। যে কারণে হাইজিনের মাপকাঠিতে মোবাইল ফোন বাড়ির শৌচালয় থেকেও বেশি দূষিত বলে দাবি করে বিজ্ঞানীরা।
আরো পড়ুন মাথার চুল পাকলে করণীয় https://www.sbdfoodtips.xyz/2022/10/what-hair-is-starting-to-fall-on-your.html
মোবাইলের ব্যাকটেরিয়া মানুষের উপর যে প্রভাব ফেলে!
মোবাইলে ব্যাকটেরিয়া সংক্রমনের ফলে ব্যবহারকারীদের বমি বমি ভাব এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মোবাইল হ্যান্ডসেটকে কখনোই জীবাণুমুক্ত করা হয় না। ঘাম থেকেও মোবাইলে সৃষ্টি হয় ব্যাকটেরিয়া। যে কোন দেশে যে কোন আবহাওয়াতেই মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। রান্নাঘর থেকে পাবলিক ট্রান্সপোর্ট সর্বত্রই ব্যবহার করা হয়ে থাকে। তাই মোবাইল ফোনে বসবাস রতো জীবাণু যেকোনো পরিবেশে অভ্যস্ত হয়ে থাকে। এটি নির্মূল করাও খুব কঠিন হয়ে পডড়েছে।
তবে বিজ্ঞানীরা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছেন। তাদের দাবি মোবাইলের স্ক্রিনে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াগুলো বেশিরভাগই ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর নয়। তবে এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গুলো বারবার হাত বদল হওয়ার কারণে ব্যবহারকারীদের শরীরের জীবাণু একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও মোবাইল ফোন হাতের মুঠোয় কিংবা মুখের কাছাকাছি নিয়ে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই শরীরের সংক্রমণ হতে পারে । এজন্য মুঠোফোন বা মোবাইল ফোন নিয়মিত জীবাণুমুক্ত রাখার জন্য পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।
মোবাইল ফোন যেভাবে জীবাণু মুক্ত রাখবেন
মোবাইল ফোন জীবাণুমুক্ত রাখার আগে প্রথম যেটি করণীয় তা হল নিজের হাত জীবাণুমুক্ত রাখা। কারণ মোবাইল ফোনে বাস করা জীবাণু গুলো বেশিরভাগই সৃষ্টি হয় হাতের ঘাম থেকে। সুতরাং অবশ্যই বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত জীবাণু মুক্ত রাখুন। এবং প্রয়োজনে মাঝে মাঝে মোবাইল ফোনের উপর হালকা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে টিস্যু দিয়ে মুছে ফেলুন। তবে লক্ষ্য রাখুন হ্যান্ড স্যানিটাইজার যেন কোনভাবেই মোবাইল এর ভিতরে প্রবেশ না করে। এতে আপনার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যেতে পারে।
বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রতিবেদনটি। আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

