স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মারাত্মক দুঃসংবাদ যেনেনিন এক নজরে!
স্মার্টফোন আমরা কমবেশি সবাই ব্যবহার করি। আজকাল ছোট-বড় সকলেই এই স্মার্টফোনের সাথে পরিচিত। সহজে বহন করা যায় এবং একসাথে অনেক কাজ করা যায় বিধায় সারাবিশ্বে স্মার্টফোনের প্রচলন অনেক ব্যাপক। তবে সম্প্রতি দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো এক দুঃসংবাদ। কেননা যারা প্রতিনিয়ত স্মার্ট ফোন ব্যবহার করে চলেছে তাদের ক্ষেত্রে এমনই একটি সফটওয়্যার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে যে তাদের ফোনে থাকা সকল তথ্য চুরি/হ্যাক হয়ে যাচ্ছে। আমাদের আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো সেই অ্যাপসটি সম্পর্কে। যা আপনার ফোনে থাকলে এখনই রিমুভ অথবা আনইন্সটল করে দিন।
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সতর্কতা
হ্যাকিং অ্যাপস বা স্পিন মেজ অ্যাপস এর বিবরন
এই অ্যাপসটি মূলত স্মার্টফোন অনলাইনে কানেক্ট থাকা অবস্থায় মোবাইলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। যার নাম হলো স্পিন মেজ। আর এই অ্যাপসটি চার্ট পাল নামক একটি কিবোর্ড এর কারণেই ছড়িয়ে পড়েছে পুরো অনলাইন দুনিয়াতে। সুতরাং এই অ্যাপসটি যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে অবশ্যই এটি আনইন্সটল করে দিন। নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফোনের সব ডাটা ।
(১) কিভাবে চিনবেন অ্যাপটি
আপনাদের চেনার সুবিধার্তে আমি অ্যাপসটির একটি ছবি শেয়ার করছি। যেটি দেখে আপনারা এই অ্যাপসটি সম্পর্কে চিনতে পারবেন। এছাড়াও এই অ্যাপসটি সম্পর্কে আরো ভালো জানতে গুগোল এ স্পিন মেজ অ্যাপস ডিটেইলস সম্পর্কে সার্চ করে দেখে নিতে পারেন।
(২) অ্যাপসটির হাত থেকে ফোনকে যেভাবে সুরক্ষিত রাখবেন
প্রথমেই বলেছে এই অ্যাপসটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে থাকে স্মার্টফোনে। সুতরাং অবশ্যই যারা প্রতিনিয়ত স্মার্টফোনে নেট কানেকশন দিয়ে রাখে অথবা নেট ব্যবহার করে থাকে তারা নিজেদের ফোনে থাকা সব অ্যাপস গুলো মাঝে মাঝে চেক করে নিন। কতগুলো অ্যাপস আপনার ফোনে ইন্সটল করা আছে? প্রয়োজনে অ্যাপস এর সেটিং এ গিয়ে চার্ট পাল এর যতগুলো অ্যাপস আছে সবগুলো ফোর্স স্টপ করে রাখতে পারেন। অথবা আনইন্সটল করে ফোন থেকে সরিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে আনইন্সটল করার থেকে ফোর্স স্টপ করাটা বেশি কার্যকর। কারণ আপনি যখন এই অ্যাপসটি আনইনস্টল করে দিবেন পরবর্তী সময়ে এটি আবার অটোমেটিক্যালি ইন্সটল হয়ে নিবে। কিন্তু যদি আপনি এই অ্যাপসটি কে ফোর্স স্টপ করে রাখেন তাহলে এটি ইন্সটল থাকা অবস্থায় অকার্যকরই হয়ে থাকবে। এটি কোন প্রকার ডেটা অথবা কোন ডকুমেন্ট হ্যাক করতে পারবে না। এবং পরবর্তীতে এটি পুনরায় ইনস্টল হওয়ার সম্ভাবনা থাকবে না।
(৩) মোবাইল ফোন হ্যাকিং থেকে বাঁচার উপায়
যেসব স্মার্টফোন ব্যবহারকারীরা জিবোর্ড অথবা রেডমিক কিবোর্ড ব্যবহার করে থাকে, তারা এই মালওয়ারে স্পিন মেজ অ্যাপসটির শিকার হয়নি। তবে ফোনে চার্ট পাল চালু করা থাকলে এই অ্যাপস এর শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকাংশে। সুতরাং একদিক থেকে যেমন আপনি আপনার ফোন থেকে চাট পালের সব অ্যাপস গুলো আনইন্সটল অথবা ফোর্স স্টপ করে রাখবেন। অন্য দিক থেকে ফোনে জিবোর্ড, রেডমি কিবোর্ড অথবা গুগল ভয়েস টাইপিং ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
আরো পড়ুন আপনি জানেন কী? কেন ড্রাগন ফল এতো দামি https://www.sbdfoodtips.xyz/2022/08/You know what Why is dragon fruit so expensive.html
(৪) আরো কিছু সতর্কতা
Disclimer
বন্ধুরা আমাদের আজকের পোস্টটি এই পর্যন্তই। আশা করি স্মার্টফোন ব্যবহারকারীদের দুঃসংবাদটি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। এবং সচেতন হয়েছেন। তথ্যটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আপডেট আরো নিউজ পাওয়ার জন্য। এতক্ষণ কষ্ট করে লেখা টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী পোস্টে।

